শীতের পদ্মা নদী

প্রমত্ত পদ্মা নানা কারণে তার জৌলুশ হারিয়েছে। বর্ষাকালে মৌসুমি বায়ুর প্রভাবে যখন টানা বৃষ্টি হয়, তখন ফুলেফেঁপে উঠে। পাশাপাশি ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার ফলে পদ্মার প্রবাহ হয় দেখার মতো। অনেক দূর থেকেও তার স্রোতের গর্জন শোনা যায়। কিন্তু শীতকালের পদ্মা মৃতপ্রায়। কুলকুল বয়ে চলে মৃদু একটা স্রোত। তখন নদীর বুকজুড়ে জেগে উঠে চর। সেখানে স্থানীয় লোকজন বিভিন্ন ফসলের আবাদ করে থাকেন। ছবিতে দেখে নেওয়া যাক শীতকালের পদ্মা নদী এবং এ দুই ধারকে। ছবিগুলো সম্প্রতি কুষ্টিয়া থেকে তোলা।  

১ / ১০
অনেকেই শীতকালেও বেরিয়ে পড়েন মাছ ধরতে
২ / ১০
নদীর বুকে জেগে উঠে চরে সবুজের আবাদ
৩ / ১০
পারাপারের নৌকাগুলো এখনো টিকে আছে কোনোমতে
৪ / ১০
মাছধরা জালগুলো নদীর পাড়ে শুকাতে দেওয়া হয়েছে
৫ / ১০
চরের পলি মাটিতে ধানের চারা
৬ / ১০
নদীর কিছু অংশে পানির পরিমাণ এতই কম যে হেঁটে পার হওয়া যায়
৭ / ১০
সবুজের ভেতর দিয়ে রাঙামাটির পথ
৮ / ১০
সূর্যের আলোয় এখনো চিকচিক করে মৃতপ্রায় পদ্মার রূপালি জল
৯ / ১০
নদীর পাড়ে বাঁশের ঝড়ের ছায়ায় শিশুদের খেলার কোর্ট
১০ / ১০
নদীর তীরে নৌকার অপেক্ষায় যাত্রীরা