পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৮
আমার ডুবুডুবু তরি। ৪ নভেম্বর, ২০২৪ছবি: মোজাহিদুল ইসলাম নিরব
২ / ৮
নিজে খেলতে না পারলেও পড়ন্ত বিকেলে সহপাঠীদের ভলিবল খেলা উপভোগ করছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীছবি: এ টি এম মাহফুজ
৩ / ৮
এই পৃথিবী আমার যেমন, তেমন কাক, কোকিলসহ সব পাখির। ভরদুপুরে চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্রে চিটাগাং ক্লাব গেস্ট হাউসে পানির সন্ধানে এক তৃষ্ণার্ত কাক। ছবিটি ৫ নভেম্বর তোলাছবি: মায়া আলমগীর
৪ / ৮
তপ্ত দুপুরে স্নানের উদ্দেশ্যে যাত্রা। কোদালকাটি চর, চিলমারী, কুড়িগ্রাম। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. মাজেদুল হক
৫ / ৮
ঢাকা-রংপুর মহাসড়কে উড়ালসড়ক ও ইউটার্ণ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মানুষ। ছবিটি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর এলাকা থেকে তোলা। ছবিটি আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে তোলাছবি: মহিউদ্দিন
৬ / ৮
গ্রামবাংলায় বাড়ির উঠানে পেঁপেগাছ। ছবিটি নওগাঁ পৌরসভা ভবানীপুর থেকে তোলাছবি: ইউনুস আলী ফাইম
৭ / ৮
পেয়ারামাখা বিক্রি করেই চলে সংসার। প্রতিদিন ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা আয় করেন সুমন মিয়া। সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা বাজার থেকে ছবিটি গতকাল বুধবার বিকেলে তোলাছবি: রাইসুল ইসলাম খোকন