বিকেলবেলা সবাই মিলে খেলার দৃশ্য এখন খুব একটা চোখে পড়ে না। মোবাইল গেমিং, কার্টুন যেন পাড়া–মহল্লার বিভিন্ন বয়সীর খেলার আগ্রহ কমিয়ে দিয়েছে। বাড়িয়ে দিয়েছে ঘরের আবদ্ধ কক্ষে মুঠোফোন নিয়ে কার্টুন দেখার প্রবণতা। অথচ কয়েক বছর আগেও স্কুল থেকে ফিরে খেয়েদেয়ে ঘুম, বিকেলে এলাকার বন্ধুদের সঙ্গে খেলাধুলা, সন্ধ্যার আগে নিজ নিজ বাড়ি ফিরে হাত–মুখ ধুয়ে পড়ায় মন দেওয়া একটি রুটিন ছিল। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও এই রুটিন বদলে গেছে। গত শুক্রবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাকিয়াছড়া চা–বাগানের একটি কলোনির প্রবেশমুখে প্রায় সমবয়সী ছেলেমেয়েদের খেলার দৃশ্য এটিছবি: জীবন পাল