পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
বিকেলবেলা সবাই মিলে খেলার দৃশ্য এখন খুব একটা চোখে পড়ে না। মোবাইল গেমিং, কার্টুন যেন পাড়া–মহল্লার বিভিন্ন বয়সীর খেলার আগ্রহ কমিয়ে দিয়েছে। বাড়িয়ে দিয়েছে ঘরের আবদ্ধ কক্ষে মুঠোফোন নিয়ে কার্টুন দেখার প্রবণতা। অথচ কয়েক বছর আগেও স্কুল থেকে ফিরে খেয়েদেয়ে ঘুম, বিকেলে এলাকার বন্ধুদের সঙ্গে খেলাধুলা, সন্ধ্যার আগে নিজ নিজ বাড়ি ফিরে হাত–মুখ ধুয়ে পড়ায় মন দেওয়া একটি রুটিন ছিল। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও এই রুটিন বদলে গেছে। গত শুক্রবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাকিয়াছড়া চা–বাগানের একটি কলোনির প্রবেশমুখে প্রায় সমবয়সী ছেলেমেয়েদের খেলার দৃশ্য এটি
ছবি: জীবন পাল
২ / ৭
এখানে জীবন সুন্দর। শিল্টা, কাশিয়ানী, গোপালগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: স্বাধীন খন্দকার
৩ / ৭
ক্লান্ত পথিকের অপেক্ষায়! কালুখালী, রাজবাড়ী, গত ৩১ আগস্ট
ছবি: আবু সাইদ
৪ / ৭
শেষবিকেলের আলোয়। হাতিরঝিল, ঢাকা, গত ৩১ আগস্ট
ছবি: সুদীপ্ত কুমার দাস
৫ / ৭
অপরিকল্পলিত নগরায়ণ চলছে। জিয়াবাগ, উত্তরখান, ঢাকা, ১ সেপ্টেম্বর
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৬ / ৭
টানা চার দিন কোমরপানিতে তলিয়ে ছিল ঘরবাড়ি। কোনোমতে ঘরের আসবাব ছাদে রেখে পরিবারের সবাইকে নিয়ে চলে যেতে হয়েছে নিরাপদ আশ্রয়ে। চার দিন পর ঘরের ভেতরের পানি কমলেও কমেনি আঙিনার পানি। ঘরের ভেতরেও কাদার কারণে স্যাঁতসেঁতে। পানি কমে সম্পূর্ণ না শুকানো পর্যন্ত পরিবারের সবাইকে নিয়ে বাড়ি ফিরতে পারবেন না। তাই দিনে এসে নিজ বাড়ির পরিস্থিতি দেখে যেতে হচ্ছে। মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচক ইউনিয়নের পশ্চিম পঞ্চানন্দপুর গ্রামের বন্যাকবলিত একটি বাড়ির দৃশ্য এটি। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: জীবন পাল
৭ / ৭
বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ রোধে পরিবেশের ভারসাম্য রক্ষায় তালবীজ রোপণ কার্যক্রম শুরু করেছে জয়পুরহাটের কালাই উপজেলার রেনেসাঁ ২৪ ফাউন্ডেশন। গতকাল রোববার উপজেলার মোসলেমগঞ্জ থেকে কিচক সড়কের দুই পাশ দিয়ে দিনব্যাপী বেসরকারি সংগঠনটির সদস্যরা তালবীজ রোপণ করেন
ছবি:মোস্তা হাবিবুল