পাঠকের ছবি (১–০২-২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
ঢাকা-চাঁদপুর নৌরুটের একটি লঞ্চ। যান্ত্রিকতার যানজট ঠেলে নদীপথে একটি প্রশান্তির বাহন। একটু আয়েশিভাবে যাতায়াতের জন্য এখনো ভ্রমনপিপাসুদের পছন্দের তালিকায় আছে নৌযান। বুড়িগঙ্গা নদী, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
২ / ৮
প্রকৃতির নির্মল রং। গোপালপুর, টাঙ্গাইল। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৩ / ৮
সাদা মুলা ফুল আর হলুদ রাই শর্ষের ফুলের মিতালি। নদীর পাড়ে, উত্তরা, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আবদুল্লাহ চৌধুরী
৪ / ৮
কিছুটা দেরিতে হলেও বইপ্রাপ্তিতে উল্লাস। বেলেরমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, যশোর, ২৮ জানুয়ারি
ছবি: মো. সাহাবুদ্দিন
৫ / ৮
205. গ্রামবাংলার নিরন্ন একজন কৃষক, একাকী মনে জমিতে কাজ করে চলেছেন। তার কোনো অভিযোগ নেই, চাওয়া-পাওয়া নেই। খেটেই দুমুঠো ভাতের জোগান নিশ্চিত করছেন। আলীপুর চর, কালকিনী, মাদারীপুর। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: অলিউর রহমান ফিরোজ।
৬ / ৮
সিরাজগঞ্জ জেলার ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলার উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গুণীজন সম্মাননা ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও স্মরণীয়
ছবি: মো. নাজমুল হাসান সেখ
৭ / ৮
পথের ধারে বুনো ফুল। উত্তরা, ঢাকা, ২৯ জানুয়ারি
ছবি: মো. আবদুল্লাহ চৌধুরী
৮ / ৮
এলইডির আলোয় আলোকিত রাতের ঝলমলে ঢাকা। কারও বাড়ি ফেরার তাড়না, কারও আবার বাড়ি ত্যাগের যাতনা। ব্যস্ততার এ শহরে অনুভূতির আবেশগুলোতেও অ্যানেসথেসিয়া দিয়ে আমাদের রোবট করে রাখা হয়। যেখান থেকে শিগগিরই মুক্তি নেই। উত্তর বাড্ডা, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ