গ্রাফিতিকে একটি শিল্পমাধ্যম হিসেবে ধরা হয়, যার মূল কাজ হচ্ছে মানুষের মনোযোগ আকর্ষণ করা। যেকোনো বিপ্লবের পালে হাওয়া দিতে প্রভাব রাখে শিল্পকর্ম। রাজধানীর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের নিচের দেয়ালজুড়ে গণ–অভ্যুত্থানের অস্তিত্বকে বহন করছে বেশ কিছু গ্রাফিতি। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক