পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৮
ডুবতে ডুবতেও যেন ডুবছে না। থামতে থামতেও যেন থামছে না। অপরিচ্ছন্ন নদীযাত্রায় বাল্কহেডগুলোও অসহায়। তাই তো জবুথবুভাবে তাদের নদীচলা। ছবিটি মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে সম্প্রতি তোলাছবি: মো. আল-আমিন মাসুদ
২ / ৮
ইলিশ সামুদ্রিক মাছ। ডিম ছাড়ার জন্য মিঠাপানিতে ছুটে আসে। মেঘনা নদীতে জেলেরা ব্যস্ত ইলিশ ধরতে। দক্ষিণ সাকুচিয়া, মনপুরা উপজেলা, ভোলা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
৩ / ৮
গাছে গাছে কুয়াশাভেজা শীতকালীন সবজি টমেটোর ফুল। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম থেকে সম্প্রতি তোলাছবি: কারিমুল হাসান
নতুন ফসল তোলার আনন্দ আয়োজনে সবার অংশগ্রহণ দৃষ্টিকে স্বস্তি দেয়। কষ্টে ফলানো ফসল ঘরে তোলেন কৃষক। ছবিটি সম্প্রতি গাজীপুরের মেঘডুবি এলাকা থেকে তোলাছবি: মফিজুল হক
৬ / ৮
ক্রেতার অপেক্ষায় বিক্রেতা। কুয়াকাটা সমুদ্রসৈকত, পটুয়াখালী, ১৯ নভেম্বরছবি: আবু সাঈদ
৭ / ৮
মাছধরা ট্রলার বনভূমি ও খাল পেরিয়ে ছুটে চলছে মেঘনা নদীর দিকে। সাকুচিয়া রিজার্ভ ফরেস্ট, মনপুরা উপজেলা, ভোলা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
৮ / ৮
অগ্রহায়ণ মাস, প্রকৃতিতে বিরাজ করছে হেমন্ত ঋতু। এ ঋতুর প্রধান আকর্ষণ নবান্ন উৎসব। নবান্ন উৎসবকে কেন্দ্র করে কৃষকেরা ব্যস্ত সোনালি পাকা ধান সংগ্রহে। বিন্দুবাড়ি, বেণুভিটা, শ্রীপুর, গাজীপুর, ২৩ নভেম্বরছবি: মণ্ডল মাধব চন্দ্র