দীর্ঘদিন ধরে পাকুন্দিয়া-হোসেনপুর সংযোগ সড়কের ব্রিজের কাজ সম্পন্ন না করায় এলাকাবাসী ব্যাপক দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছেন। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ, পেশাজীবী, শিক্ষক এ রাস্তায় চলাফেরা করেন। সম্প্রতি পাকুন্দিয়া-হোসেনপুর রাস্তার উন্নয়ন হয়েছে। কিন্তু প্রায় এক বছরের বেশি সময় ধরে ব্রিজের কাজ সম্পন্ন না হওয়ায় সরকারি অর্থ ব্যয় করে রাস্তা উন্নয়নের পুরো সুফল এলাকাবাসী ভোগ করতে পারছেন না। সবার প্রত্যাশা, যাতে দ্রুত ব্রিজটির নির্মাণকাজ শেষ হয়।ছবি: মো. রিয়াদুল আহসান নিপু