পাঠকের ছবি

১ / ৯
পড়ন্ত বিকেলে কিষানবধূ গাভিটিকে নিয়ে বাড়িতে ফিরছেন। ছবিটি সম্প্রতি ময়মনসিংহের ভালুকার গোয়ারী গ্রাম থেকে তোলা
ছবি: সফিউল্লাহ লিটন
২ / ৯
দীর্ঘদিন ধরে পাকুন্দিয়া-হোসেনপুর সংযোগ সড়কের ব্রিজের কাজ সম্পন্ন না করায় এলাকাবাসী ব্যাপক দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছেন। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ, পেশাজীবী, শিক্ষক এ রাস্তায় চলাফেরা করেন। সম্প্রতি পাকুন্দিয়া-হোসেনপুর রাস্তার উন্নয়ন হয়েছে। কিন্তু প্রায় এক বছরের বেশি সময় ধরে ব্রিজের কাজ সম্পন্ন না হওয়ায় সরকারি অর্থ ব্যয় করে রাস্তা উন্নয়নের পুরো সুফল এলাকাবাসী ভোগ করতে পারছেন না। সবার প্রত্যাশা, যাতে দ্রুত ব্রিজটির নির্মাণকাজ শেষ হয়।
ছবি: মো. রিয়াদুল আহসান নিপু
৩ / ৯
একসময়ের ঐতিহ্যবাহী যাত (পানি সেচার যন্ত্র) দিয়ে ধানের বীজতলায় পানি দিচ্ছেন এক কৃষক। যন্ত্রটি বর্তমানে খুব কমই দেখা যায়। ছবিটি নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রাম থেকে ৩ ডিসেম্বর তোলা
ছবি: আবু ইউসুফ
৪ / ৯
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা নামেই মাত্র। এখানে নাগরিক সুযোগ-সুবিধা একেবারে নেই বললে চলে। এ পৌরসভার আয়তন ৯ দশমিক ৫১ বর্গকিলোমিটার। এই এলাকার জন্য আছেন কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী। এই অপ্রতুল কর্মী দিয়ে ৯টি ওয়ার্ডের কাজ করা মোটেও সম্ভব নয়। প্রতিটি ওয়ার্ডের ডাস্টবিন যদিও মহল্লায় মহল্লায় থাকার কথা, তা নেই। এই পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং মেয়র না থাকায় পরিচালনা করেন সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা। এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি
ছবি: মোহাম্মদ মহসীন
৫ / ৯
কুষ্টিয়ার গড়াই নদ পদ্মার অন্যতম শাখানদ। একসময় এখানে মাছ পাওয়া যেত কিন্তু এখন কদাচিৎ মাছের দেখা মেলে
ছবি: মো. ইয়াকুব আলী
৬ / ৯
প্রাক্‌-প্রাথমিক শ্রেণি কার্যক্রমে গাণিতিক সমস্যা সমাধানে মনোযোগী খুদে শিক্ষার্থীরা। শিক্ষক সহায়তাকারী হিসেবে সমস্যা সমাধানে সহযোগিতা করছেন। ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর-২, ঢাকা
ছবি: মো. রায়হানুল হক
৭ / ৯
ক্রিকেট খেলার শেষে আনন্দমোহন বিশ্বিবিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সার্কিট হাউস মাঠ, ময়মমনসিংহ, ৫ ডিসেম্বর
ছবি: সীমানুর রহমান সুখন
৮ / ৯
গাজীপুরে ভাওয়াল রাজাদের অন্যতম কীর্তি ভাওয়াল শ্মশানঘাট। উনিশ শতকের শেষের দিকে নির্মিত এ মঠগুলো কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে। ১৯৫১ সালে কালী নারায়ণের সময়ই ভাওয়াল শ্মশান মঠ নির্মিত হয়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তানজিদ শুভ্র
৯ / ৯
গোধূলি সন্ধ্যায় মধুমতী নদীর অপরূপ সৌন্দর্য ক্যালেন্ডারে ঝুলে থাকা ছবিকেও হার মানায়। জালালাবাদ বড়ফা, গোপালগঞ্জ সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নাম: শেখ আব্দুল্লাহ