পাঠকের ছবি

১ / ৬
ধরলা নদীতে টানা জালে মাছ ধরছেন এক ব্যক্তি। ছবিটি সম্প্রতি কুড়িগ্রামের উলিপুর থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
২ / ৬
দিনাজপুরের ফুলবাড়ীতে টানা কয়েক সপ্তাহের তীব্র খরার পর স্বস্তির বৃষ্টিতে পুরোদমে রোপা আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকেরা। জমিতে চাষ, আগাছা পরিষ্কার, পানি দেওয়া, সার দেওয়াসহ নানা কাজে এখন দারুণ ব্যস্ত তাঁরা। বাসুদেবপুর গ্রাম, ফুলবাড়ী, দিনাজপুর, ৪ আগস্ট
ছবি: প্লাবন শুভ
৩ / ৬
কৃত্রিমতার অশুভ আবেশে প্রকৃতির আর্তনাদ। মানিক মাঝির ডিঙি নৌকা আর ভাসে না, হারান মাঝির পাল তোলা নাও হাসে না, এলোমেলো সাম্পানগুলো ক্যাঁ–কুরুত আর করে না। দুই ধারে তার কাদামাটি-গাছের সবুজ বন, ইট–পাথর, দূষিত বর্জ্য, কালো ধোঁয়া আর ভূমিদস্যুর আক্রমণে আজ বিবর্ণপ্রায়। ওখানে আকাশে মেঘ আর রংধনু মুমূর্ষুপ্রায়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: অপু চৌধুরী
৪ / ৬
স্তূপ করে রাখা পাথরের ওপর খেলছে শিশুরা। হাতিয়া, উলিপুর, কুড়িগ্রাম, ৪ আগস্ট
ছবি: হারুন অর রশিদ
৫ / ৬
আমন ধান রোপণের জন্য জমি প্রস্তত করতে ঘোড়ার গাড়িতে করে গোবর সার নিয়ে যাচ্ছেন এক কৃষক। ছবিটি সম্প্রতি রংপুরের পীরগঞ্জের নখারপাড়া গ্রাম থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
৬ / ৬
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ছাতা মাথায় আখচাষিরা হাটে বিক্রি করছেন তাঁদের কষ্টার্জিত আখ। ছবিটি বুধবার বগুড়ার আদমদীঘি হাট থেকে তোলা
ছবি: সাজেদুর আবেদীন