দিনাজপুরের ফুলবাড়ীতে টানা কয়েক সপ্তাহের তীব্র খরার পর স্বস্তির বৃষ্টিতে পুরোদমে রোপা আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকেরা। জমিতে চাষ, আগাছা পরিষ্কার, পানি দেওয়া, সার দেওয়াসহ নানা কাজে এখন দারুণ ব্যস্ত তাঁরা। বাসুদেবপুর গ্রাম, ফুলবাড়ী, দিনাজপুর, ৪ আগস্টছবি: প্লাবন শুভ