পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
বর্ষাকাল শেষ হলেও প্রকৃতিতে বৃষ্টি শেষ হয়নি, তবু ঢেপা নদীতে চর পড়েছে। কান্তনগর, দিনাজপুর, ১২ অক্টোবর
ছবি: ফাত্তাহ তানভীর রানা
২ / ৮
‘মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা।’ ছবিটি অস্ট্রেলিয়ার সিডনির মিন্টো সাবার্ব থেকে ১৭ অক্টোবর সকালে তোলা
ছবি: মো. ইয়াকুব আলী
৩ / ৮
সাতক্ষীরা সদরের ভাদড়া বাজার থেকে কাথণ্ডা পর্যন্ত যেতে পার হতে হয় প্রকাণ্ড মাঠ। সড়কটি একসময় ছিল সবুজের চাদরে মোড়ানো। নানা কারণে নষ্ট হয়েছে আবাদি জমি। ধ্বংসের মুখে সবুজ প্রকৃতি। প্রকৃতির এই বিলাপ শোনার কেউ কি নেই? ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মুতাছিম বিল্লাহ
৪ / ৮
অলস দুপুর। ছবিটি রাজধানীর মিরপুর–১৪ এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৫ / ৮
চারদিকে যখন শরতের বিকেল। সাদা কাশফুলের শুভ্র হাতছানি তাহা-তুবাকে ভীষণ কাছে টানে। প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্যের প্রেমে মেতে থাকা দুই বোন। ছবিটি উত্তরা বিমানবন্দর এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: খোরশেদ আলম খোকন
৬ / ৮
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ভাঙনকবলিত এলাকাবাসী। গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সানাপুর গ্রাম–সংলগ্ন নদের পাড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়
ছবি: আবু সাইদ কাকন
৭ / ৮
‘এইখানে এই তরুর তলে তোমার আমার কৌতূহলে, যে কটি দিন কাটিয়ে যাব প্রিয়ে- সঙ্গে রবে সুরার পাত্র অল্প কিছু আহারমাত্র আরেকখানি ছন্দমধুর কাব্য হাতে নিয়ে!’ ছবিটি অস্ট্রেলিয়ার সিডনির বোটানি সাবার্ব এলাকা থেকে ১৬ অক্টোবর দুপুরে তোলা
ছবি: মো. ইয়াকুব আলী।
৮ / ৮
চারপাশে রোদ মাঝখানের জায়গাটা ছাড়া। এই জায়গা ছায়াঘেরা। শিক্ষার্থী থেকে শুরু করে পরিবার–পরিজন নিয়ে আনেকে এখানে ঘুরতে আসেন। অবসর সময় কাটাতে আসা শহরের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ–তরুণী, বন্ধুবান্ধব ছুটে আসেন এখানে। সবুজের মধ্যে খানিকটা সময় আড্ডা দিয়ে ফিরে যান যে যাঁর মতো। সকাল–সন্ধ্যা হাঁটতে আসেন মধ্য বয়সী থেকে শুরু করে প্রবীণেরা। ছবিটি সম্প্রতি চট্টগ্রামের সিআরবি পার্ক এলাকা থেকে তোলা
ছবি: জীবন পাল