পাঠকের ছবি

১ / ৭
খুব সকালে প্রকৃতির ঐশ্বর্যমণ্ডিত দৃশ্য প্রস্ফুটিত হয় চাঁদপুরের তিন নদীর মোহনায় তথা পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীতে। সম্প্রতি ছবিটি তোলা হয়েছে
ছবি: মোহাম্মদ মারুফ মজুমদার
২ / ৭
দিগন্তজোড়া ফসলের মাঠ। সঙ্গে শরীরজুড়ানো মৃদু বাতাস। এক কৃষক মাঠে এসেছেন মহিষ চরাতে। একসময় হয়ে পড়েছেন ক্লান্ত। তাই গাছের ছায়ায় শুয়ে নিচ্ছিলেন বিশ্রাম। একপর্যায়ে পড়েছেন ঘুমিয়ে। ছবিটি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বসন্তপুর গ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: আজাহারুল ইসলাম
৩ / ৭
শামুখখোল পাখির বিচরণে মুখরিত বড়বিলা। পীরগঞ্জ, রংপুর, ১২ জুলাই
ছবি: মাসুদার রহমান
৪ / ৭
উনিশ আর বিশ শতকে বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছিল ঢাকা নগরী। ব্যবসা-বাণিজ্যের বিকেলে প্রমোদতরিতে ভ্রমণের জন্যও বিখ্যাত ছিল এ নদী। একবিংশ শতাব্দীতে এসে নাব্যতা আর প্রশস্ততা হারালেও কমেনি এর প্রাণচাঞ্চল্য। জিনজিরা ফেরিঘাট, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৫ / ৭
বেলাশেষের রূপে আবির্ভূত হয়ে বারবার প্রকৃতির কাছাকাছি হওয়াই প্রকৃত প্রেম। গ্রিন মডেল টাউন, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: জান্নাতুল ফেরদৌস
৬ / ৭
শাশ্বত শৈশব। তেঁতুলিয়া নদী, ভোলা, ১৩ জুলাই
ছবি: সুদীপ্ত কুমার দাস
৭ / ৭
বর্ষাকালে অপরূপ সূর্যোদয়। উত্তরা, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মৌসুমি ভৌমিক