পাঠকের ছবি

১ / ৭
অস্ট্রেলিয়ার অনেক পার্কেই থাকে একটি জলাধার। সেখানে নিশ্চিন্তে খেলে বেড়ায় অনেক রকমের হাঁস, রাজহাঁস ও পানকৌড়ির দল। দেখে মনে হয়, এগুলো যেন পাখিদের অভয়াশ্রম। বোটানির ‘স্যার জোসেফ ব্যাংকস’ পার্কের জলাধারের পাশে দুপুরের রোদে বিশ্রাম নিচ্ছে এই কালো রাজহাঁস পরিবার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. ইয়াকুব আলী
২ / ৭
নিকলী হাওর, কিশোরগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: নওসাদ আল সাইম
৩ / ৭
১১ সেপ্টেম্বর ২৫তম বর্ষে পদার্পণ করল দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে ২৫তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন করা হয়
ছবি: মো. তানভির আহমেদ
৪ / ৭
শরতের গোধূলিবেলায় আকাশের বিশালতায় ভেসে বেড়ানো মেঘপুঞ্জ। ছবিটি বরগুনার আমতলী থেকে সম্প্রতি তোলা হয়েছে
ছবি: রাফিদ আহমেদ
৫ / ৭
হাওরের সৌন্দর্য। হাওরের স্বচ্ছ পানি আর নীল আকাশের সাদা মেঘ মিলেমিশে এক নয়নাভিরাম রূপ ধারণ করেছে। ছবিটি টাঙ্গুয়ার হাওর থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৬ / ৭
অতীতে গ্রামবাংলায় ক্লান্ত-পরিশ্রান্ত পথিকের বিশ্রামের আয়োজন এমনভাবেই করা হতো। বাঁশ দিয়ে চরাট তৈরি করা হয়েছে স্থানীয় মানুষের নদীতীরে বসে মুক্ত বাতাস উপভোগ করার জন্য। ঢাকার এত কাছে এ ধরনের বিশ্রাম নেওয়ার স্থান পাওয়া ভার। তৈয়বপুর, আশুলিয়া, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৭ / ৭
উন্নত দেশগুলো শিশুবান্ধব। এখানে পাড়ায় পাড়ায় আছে পার্ক। আর সেসব পার্কে বিভিন্ন রকমের খেলাধুলার সরঞ্জামের পাশাপাশি আছে বিভিন্ন রকমের ভাস্কর্য। প্রকৃতি এবং তার সন্তানদের সম্বন্ধে পাঠ নেওয়ার প্রাথমিক পর্যায়টা শুরু হয় এসব পার্ক থেকেই। ছবির সবুজ হাতির পরিবারটির দেখা মিলবে সিডনির বোটানি সাবার্বের ‘স্যার জোসেফ ব্যাংকস’ পার্কে। ছবিটি সম্প্রতি তোলা
ছবি : মো. ইয়াকুব আলী