চারদিকে অফুরান জলরাশি, কোথাও ডাঙা নেই। ক্লান্ত শরীরে তাই হাওরের মধ্যে জেগে থাকা গাছেই হয়তো বিশ্রাম নিচ্ছে ছোট্ট এই অচিন পাখি। এক ফ্রেমে দুটি জীবনযুদ্ধ। পানির তোড়ে টিকে থেকে গাছটির চলছে বাঁচার লড়াই আর পানির মধ্যে ক্লান্ত দেহকে শান্ত ছোট্ট পাখির নীড়ে নীড়ে ফেরার লড়াই। টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আল–আমিন মাসুদ