পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত ছাপা হয় নাগরিক সংবাদে।

১ / ৭
পতেঙ্গা সৈকতে পর্যটকদের ভিড়। দূরে স্পিডবোট সেবা দেওয়ার জন্য প্রস্তুত। পাশেই টানেল থাকায় এখন অনেকেই সৈকত ও টানেল দুই দেখতে আসেন। পতেঙ্গা, চট্টগ্রাম, ৩ ফেব্রুয়ারি
ছবি: ফাত্তাহ তানভীর রানা
২ / ৭
সূর্যাস্তের মুহূর্ত। দিয়াবাড়ি লেকের পাড়, উত্তরা, রাজধানী, ৫ ফেব্রুয়ারি
ছবি: মায়া আলমগীর
৩ / ৭
বিশ্বের প্রতিটি জায়গার নামকরণের পেছনেই একটা ইতিহাস থাকে। অস্ট্রেলিয়ায় প্রতিটি সাবার্বের শুরুর সীমান্তে একটা নামফলকে সেই ইতিহাস লেখা থাকে। সিডনির মিন্টো সাবার্বের শুরুতেও লেখা আছে এর নামকরণের ইতিহাস
ছবি: মো. ইয়াকুব আলী
৪ / ৭
ধানের খড়ের আঁটি ভেঙে খড়ের ওপর বৃত্তাকারে ঘুরিয়ে চারটি গরু দিয়ে মাড়িয়ে খড়ের গাদা করার প্রস্তুতি চলছে। ছোট শিশুদের কাছে এটি আনন্দেরও। দাদার সঙ্গে লাঠি হাতে ছোট্ট শিশু আবদুল্লাহ। ছবিটি আজ বুধবার কুড়িগ্রামের উত্তর নামাজের চর গ্রাম থেকে তোলা
ছবি: এস এম আবদুস সামাদ
৫ / ৭
নীলগলা বসন্তবৌরি পাখি। মহিপুর, রংপুর, ২ ফেব্রুয়ারি
ছবি: রেজা ই রাব্বী
৬ / ৭
উত্তরখানের দুঃখ শাহ কবির মাজার রাস্তা—বৃহত্তর উত্তরখান এলাকার মানুষের প্রধান এবং একমাত্র চলাচলের রাস্তা। রাস্তার আয়তনের তুলনায় যানবাহনের সংখ্যা সব সময়ই বেশি এবং সময়ের সঙ্গে সেটা বেড়েই চলেছে। তাই যানজট এখানকার মানুষের নিত্যসঙ্গী। দুই কিলোমিটার রাস্তা যেতে কখনো দুই ঘণ্টা লেগে যায়। আর হেঁটে যাওয়ারও উপায় নেই, কারণ রাস্তার অধিকাংশ অংশ সারা বছরই ড্রেনের ময়লা পানির তলে তলিয়ে থাকে। আর বৃষ্টি হলে রাস্তায় তৈরি হয় পানির বড় বড় ঢেউ। এটা দেখে স্থানীয় লোকজন এই রাস্তার নাম দিয়েছেন ‘মিনি কক্সবাজার’। আর প্রতিদিনই সমুদ্র পাড়ি দিয়ে তাঁদের যাতায়াত করতে হয়। তাই দুর্ঘটনা তাঁদের নিত্যদিনের সঙ্গী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. ইয়াকুব আলী
৭ / ৭
সূর্যাস্তের মুহূর্তে পাখিদের নীড়ে ফেরা। দিয়াবাড়ি লেকের পাড়, উত্তরা, রাজধানী, ৫ ফেব্রুয়ারি
ছবি: মায়া আলমগীর