পাঠকের ছবি (৬-১-২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
ভালোবাসার ছোঁয়া। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে বোনের নিষ্পাপ যত্নে ভাইকে বাতাস দেওয়ার এক হৃদয়স্পর্শী মুহূর্ত। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: রাজীব কুমার মণ্ডল
২ / ৮
জেলে। মধুমতী নদী, গোপালগঞ্জ, ২ জানুয়ারি
ছবি: সাকিব হাসান
৩ / ৮
শীতের সকালে গ্রামীণ জীবনের দুরন্ত শৈশব, কাঠের কাঠামো, সাইকেলের বেয়ারিং ও বাঁশের মাধ্যমে তৈরি গাড়ি বানিয়ে বন্ধুদের সঙ্গে সময় পার করছে শিশুরা। আয়াপুর, বাঘারপাড়া, যশোর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সজীবুর রহমান
৪ / ৮
শিশু আবদুল্লাহ ফুল বিক্রেতা মায়ের সঙ্গে। বিজয় সরণি, ঢাকা, ৬ জানুয়ারি
ছবি: মেসবাহউদ্দিন আহমদ
৫ / ৮
খেলাধুলা ও আনন্দ আড্ডা শেষে একসঙ্গে খাওয়া। পরিচিতিপর্ব হওয়া উচিত এমন আনন্দের, যেন নতুনদের কোনো ভীতি না থাকে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রাজীব কুমার মণ্ডল
৬ / ৮
সূর্য ডুবছে, নতুন সূর্য উঠবে। মানুষ নিত্যকার দরকার মিটিয়ে নৌকায় করে ফিরে আসছে ঘরের দিকে। জেটিঘাট, ডায়মন্ড হারবার, পশ্চিম বাংলা, ভারত, ৫ জানুয়ারি
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৭ / ৮
নিজের কষ্ট লাঘব এবং দ্রুত সময়ের মধ্যে গরুর খাবারের জন্য খড় কাটার উদ্দেশ্যে নিজস্ব বুদ্ধিমত্তা ও কর্মদক্ষতা কাজে লাগিয়ে সাধ্যের মধ্যে মোটরচালিত মেশিন বানিয়েছেন জাহিদুল ইসলাম। রায়পুর, বাঘারপাড়া, যশোর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সজীবুর রহমান
৮ / ৮
শীতের সকালে জীবিকার তাগিদে খেলনা নিয়ে বসা। মিরপুর ১০, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রুকাইয়া