পাঠকের ছবি (১৬ মার্চ ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৬
ফাল্গুনে অন্য গাছের মতো ফুল এসেছে আমড়াগাছেও। আছে বারোমাসি ফলও। বোরহানউদ্দিন, ভোলা, ১৪ মার্চ, ২০২৫। ছবি: মোবাশ্বির হাসান শিপন
২ / ৬
পড়া, দেখা, শোনা ও মুক্ত আলোচনার পাশাপাশি ভ্রমণও আলোর ইশকুলের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের সঙ্গে আলোর ইশকুলের ভ্রমণ কর্মসূচি (রমনা উদ্যানে গাছ, ফুল ও নিসর্গ পরিচিতি) প্রকৃতির সান্নিধ্যে স্যারের সঙ্গে অসম্ভব সুন্দর একটা দিন! রমনা উদ্যান, ঢাকা, ১৪ মার্চ
ছবি: মেসবাহ সুমন
৩ / ৬
বসন্তের মুগ্ধতা বহমান। পূর্ণিমা রাতে নিঃসঙ্গ পথের পাশে শিমুলগাছ যেন অনন্য সৌন্দর্য। ময়মনসিংহ শহরের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৪ / ৬
বনে বনে এখন ফুটেছে বসন্তের আগুন। ফুলের সুবাসিত মুগ্ধতা ছড়িয়ে প্রকৃতিকে করেছে আরও সমৃদ্ধি। তাই তো এ ঋতুকে বলা হয় ঋতুরাজ বসন্ত। ছবিটি মুন্সিগঞ্জের কালিন্দীপাড়ার একটি বনবাদাড় থেকে সম্প্রতি তোলা
ছবি: অলিউর রহমান ফিরোজ
৫ / ৬
কটি চৈতালী পূর্ণিমা ও চাঁদের অফুরন্ত হাসির গল্প। বালিথুবা বাজার, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো আল-আমিন মাসুদ
৬ / ৬
মাদারগাছ অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে। ফলে এর লাল রঙের ফুলও দেখা যায় না। গ্রামে হঠাৎ দেখা গেলে আমাদের ফেলে আসা সময় মনে করিয়ে দেয়। বোরহানউদ্দিন, ভোলা, ১৪ মার্চ
ছবি: মোবাশ্বির হাসান শিপন।