পড়া, দেখা, শোনা ও মুক্ত আলোচনার পাশাপাশি ভ্রমণও আলোর ইশকুলের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের সঙ্গে আলোর ইশকুলের ভ্রমণ কর্মসূচি (রমনা উদ্যানে গাছ, ফুল ও নিসর্গ পরিচিতি) প্রকৃতির সান্নিধ্যে স্যারের সঙ্গে অসম্ভব সুন্দর একটা দিন! রমনা উদ্যান, ঢাকা, ১৪ মার্চছবি: মেসবাহ সুমন