পাঠকের ছবি (৩১ জানুয়ারি ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
শীতকালে খাল-বিল–জলাশয় পানিশূন্য। তাই নৌকাটি এখন শুকনা জলাশয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে চাতক পাখির মতো, কখন বর্ষা নামবে। সে জলে নৌকাটি আবার ভাসবে। কাজী কসবা এলাকা, মুন্সিগঞ্জ, ৩০ জানুয়ারি ২০২৬
ছবি: অলিউর রহমান ফিরোজ
২ / ৮
রাস্তার পাশে কৌতূহলের কেন্দ্রবিন্দু—বড় আকারের একটি মাছ দেখতে ভিড় করছেন স্থানীয়রা। কুলাউড়া, মৌলভীবাজার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রেজা করিম প্রিন্স
৩ / ৮
ক্যামেরা তুলতেই চোখ তুলে তাকাল। উদ্দমদী গ্রাম, মতলব দক্ষিণ, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম
৪ / ৮
শীতের বিদায়ী মুহূর্তে নদী ও চাঁদের মিতালি। ত্রিমোহনা, বড় স্টেশন চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৫ / ৮
শেষ আলোটুকু নিয়েই সন্ধ্যার পথে। কর্ণগোপ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. শাহিন রেজা
৬ / ৮
চাঁদের আলোয় ভেসে যাক সব অন্ধকার। ছবিটি রাজশাহী কলেজ ছাত্রীনিবাস থেকে সম্প্রতি তোলা
ছবি: সাদিয়া আলম রূপন্তী
৭ / ৮
বিশ্বকবি দেখুন, শুধু তালগাছ নয়! নারকেলগাছও এক পায়ে দাঁড়িয়ে আকাশে উঁকি মারছে আর সদর্পে দাঁড়িয়ে থাকার দীক্ষা দিচ্ছে আমাদের। চট্টগ্রাম থেকে ছবিটি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
৮ / ৮
ধানের চারা রোপণের জন্য চাষ দেওয়া জমিতে শিশুরা আপন মনে খেলায় মেতে উঠেছে। গজারিয়া, মুন্সিগঞ্জ। ছবিটি তোলা
ছবি: আতিক