পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
তুমি চালক, রাস্তা তোমার মেঘে ভেসে আকাশটা আমার...। প্রতাপপুর, মিয়াবাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. সাঈদ আহমেদ রিফাত
২ / ৯
রাত শেষে শুরু হয়ে গেছে নতুন এক কর্মব্যস্ত দিন। কিন্তু রাস্তার পাশে ঘুমিয়ে পড়া অবুঝ প্রাণী বিড়ালছানার ঘুম তখনো ভাঙেনি। কালশী রোড, মিরপুর, ঢাকা, ৩১ অক্টোবর
ছবি: জহিরুল ইসলাম
৩ / ৯
ভাটার সময় সমুদ্রসৈকতে ক্রিকেট খেলায় মেতে উঠেছে কিশোরেরা। পারকি বিচ, আনোয়ারা উপজেলা, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৪ / ৯
মাঠজুড়ে কৃষকের সবুজ ধানখেত এখন রঙিন হয়ে উঠেছে। বাতাসে দুলছে আমন চাষিদের সোনালি স্বপ্ন। চারপাশে পাকা ধানের ম–ম ঘ্রাণ। ধানের আগমনী বার্তায় কৃষক পরিবারে দেখা দিয়েছে আনন্দের ঢেউ। বৃহস্পতিবার সকালে জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর দিঘুলী গ্রামে কৃষক জুয়েল মিয়া খেত থেকে ধান কেটে আঁটি বেঁধে ভাঁড়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তৌকির আহাম্মেদ হাসু
৫ / ৯
শিউলি ঝরে উঠানজুড়ে, শিশির পড়ে ফুলে, ফুল কুড়িয়ে গাঁথব মালা, মনটা ওঠে দুলে
ছবি: আবু সাঈদ
৬ / ৯
উঁকি দিচ্ছে ফুল থেকে কুল। ছবিটি নওগাঁ সদর এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
৭ / ৯
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবিতে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় ২৯ অক্টোবর রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে রাস্তা অবরোধ করে দিনব্যাপী এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে বলে জানান শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব এলাকা, ঢাকা, ২৯ অক্টোবর
ছবি: বোরহান উদ্দিন
৮ / ৯
হেমন্তের সকালে ফুটেছে মনোমুগ্ধকর লাল লজ্জাবতী। আটিবাজার, কেরানীগঞ্জ, ঢাকা, ২৯ অক্টোবর
ছবি: বীরেন মুখার্জী
৯ / ৯
গবাদিপশুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছেন কৃষক। শালমানপুর, কোটবাড়ী, সদর দক্ষিণ, কুমিল্লা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. সাঈদ আহমেদ রিফাত