পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৮
জীবনযুদ্ধে হার না–মানা এক সৈনিক। ছবিটি পুরান ঢাকার শ্যামবাজার এলাকা থেকে সম্প্রতি তোলাছবি: সাকিব হাসান
২ / ৮
সাইকেল গ্রামীণ জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ। দৈনন্দিন যাতায়াত থেকে শুরু করে পণ্য পরিবহন—সব ক্ষেত্রেই এই দুই চাকার বাহনটির ব্যবহার লক্ষ করা যায়। সকালে কাজের উদ্দেশ্যে রওনা দেওয়া এক কৃষক এরই এক জীবন্ত উদাহরণ। আমবটতলা, যশোর। ছবিটি সম্প্রতি তোলাছবি: সজীবুর রহমান
৩ / ৮
ক্রিসেন্ট লেকের পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত দুই কর্মী। জাতীয় সংসদ ভবনের পেছনের এলাকা, ঢাকা, ২৯ জানুয়ারিছবি: মেসবাহউদ্দিন আহমদ
৪ / ৮
এই মহানগরে ছাদবাগান এখন একটি জনপ্রিয় শখ এবং প্রয়োজন। এখানে শাকসবজি ও ফলমূলের সঙ্গে মনের খোরাক ফুলও লাগাচ্ছেন অনেক ছাদকৃষক। রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের এক বাগানপ্রেমীর বাড়ির ছাদ থেকে আজ বুধবার (২৯ জানুয়ারি) ছবিটি তোলাছবি: মায়া আলমগীর
৫ / ৮
ভারনোনিয়া সিনেরিয়া, কুকসিমার একটা প্রজাতি। বাংলা নাম ‘সহদেবী’। গ্রামগঞ্জে পথের ধারে জন্মানো এই গাছ ভেষজ উদ্ভিদ হিসেবেও পরিচিত। শাখারিয়া, গোপালপুর, টাঙ্গাইল। ছবিটি সম্প্রতি তোলাছবি: রবিউন নাহার তমা
লাঙল কাঁধে কৃষকের ব্যস্ততার দিনগুলো প্রায় শেষই বটে। এখন যন্ত্রের যুগে চলে ট্রাক্টর। সেই ট্রাক্টর দিয়েই চলছে জমি চাষের উপযুক্ত করার প্রস্তুতি। বালিথুবা বাজার, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আল-আমিন মাসুদ
৮ / ৮
দড়ির টানে ‘ভাতি’র বাতাসে জ্বালানো কয়লার আগুনে পুড়িয়ে লোহা বা ইস্পাতকে লাল করে তৈরি হচ্ছে ছুরি, চাপাতি, দা, বঁটিসহ নানান সব উপকরণ। হাতুড়ি দিয়ে পিটিয়ে এসবকে আকৃতি দিচ্ছেন কামার। ছবিটি সিলেটের বিয়ানীবাজার এলাকা থেকে সম্প্রতি তোলাছবি: আবুল কাসেম