পাঠকের ছবি (২৫ সেপ্টেম্বর ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
আগেকার দিনে ছোট ছোট ছেলেমেয়ে ঘুম থেকে উঠে ছুটে যেত শিউলি ফুল কুড়াতে। শিশিরভেজা ঘাসের ওপর ছড়িয়ে থাকত সাদা-কমলা শিউলি। আঁচল ভরে শিউলি কুড়ানো আহা কী মনোরম দৃশ্য! হঠাৎ একটা সময় এল সাদা-কমলা শিউলির ঘ্রাণ আর মানুষেকে আকৃষ্ট করে না। এই ইট-পাথরের শহরে বিলাসিতায় চাপা পড়ে গেল সাদা-কমলা শিউলির ঘ্রাণ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আসমা খাতুন
২ / ৮
কক্সবাজার সৈকতে অন্যতম বিনোদন ঘোড়া সাওয়ারি। রাজকীয় সাজে এগিয়ে যাচ্ছে ঘোড়াটি। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৩ / ৮
মৈমনসিংহ গীতিকার মহুয়া পালায় নেত্রকোনার কাঞ্চনপুর থেকে শিশু মহুয়াকে চুরি করেছিল হুমরা বাইদ্যা। প্রেমিক নদের চাঁদকে বাঁচাতে শেষ মুহূর্তে বিষলক্ষা ছুরি দিয়ে আত্মাহুতি দিয়েছিল যুবতী মহুয়া। প্রায় পৌনে ৪০০ বছর আগে দ্বিজ কানাইয়ের মহুয়া পালার মূল গল্প এই নারীকে কেন্দ্র করে বেদে জনগোষ্ঠীর জীবন। জন্মগতভাবে না হলেও মহুয়া ছিল বেদেকন্যা। আরেক বেদেকন্যা উঠে এসেছিল দেশে সাড়া জাগানো চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোছনায়’। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাগিন কন্যার কাহিনিতে ‘হিজল বিলের বিষ’ বেদে সম্প্রদায়ের নারী অথবা আল মাহমুদের লেখা গ্রন্থে সুন্দরবনের জলবেশ্যায় উঠে আসা এই চরিত্ররাই ভারত উপমহাদেশের একমাত্র যাযাবর জাতি প্রান্তিক বেদে জনগোষ্ঠীর প্রতীক। ছবিটি শরতের শুরুতে ব্রহ্মপুত্র নদের তীর থেকে তোলা
ছবি: দেলোয়ার হোসেন
৪ / ৮
শীতের আগমনী বার্তা বইছে। সকালের রোদে কুয়াশা এসে মেঘের রূপ ধারণ করে। ছবিটি সম্প্রতি ঢাকার ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে ছবিটি তোলা
ছবি: আল আমিন জুয়েল
৫ / ৮
গোধূলিবেলায় অস্তগামী সূর্য। কালাবাদর নদী, ভোলা সদর, ভোলা। ছবি: সম্প্রতি তোলা
ছবি: চন্দন শীল
৬ / ৮
উত্তরের কৃষকদের কর্মব্যস্ততা সারা বছর লেগেই থাকে। ফসলের রঙে মাঠ বাহারি রঙে সেজে থাকে। ছবিটি সম্প্রতি দিনাজপুর ফুলবাড়ী থেকে তোলা
ছবি: স্বাতীলেখা লিপি
৭ / ৮
পাহাড়ি অঞ্চলের চা–বাগানে ফুটে আছে দৃষ্টিনন্দন দাঁতরাঙ্গা বা লুটকি ফুল! ছবিটি সম্প্রতি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাঁদপুর বেলগাঁও চা–বাগান থেকে তোলা
ছবি: মো. রায়হানুল হক
৮ / ৮
কুয়াকাটা সমুদ্রসৈকত। সূর্যাস্তের পূর্বে আকাশ মেঘ সমুদ্র এক মায়াবী পরিবেশ
ছবি: সবুজ