অস্ট্রেলিয়ায় লোকালয়ের রাস্তার পাশে পাতা থাকে বিভিন্ন আকার ও প্রকারের বেঞ্চ। সেখানে ক্লান্ত পথিক বসে একটু জিরিয়ে নেন। অনেকেই আবার দুপুরের খাবারের বিরতিতে এসে বসেন এসব বেঞ্চে। অনেক সময় সেসব বেঞ্চের ওপর বিভিন্ন রকমের আচ্ছাদন দেখতে পাওয়া যায়। ছবিটি অস্ট্রেলিয়ার বোটানি সাবার্বের বে স্ট্রিটের পাশের এমনই একটা বেঞ্চের। বসন্তের আগমনে আচ্ছাদনের গাছ ফুলে ফুলে ভরে উঠেছেছবিটি ১৮ অক্টোবর দুপুরে তোলা। ছবি: ইয়াকুব আলী
২ / ৯
শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী ছেলেটির নাম স্বপন। বয়োবৃদ্ধ মা তার একমাত্র আশ্রয়স্থল। অসুস্থ হলেও মায়ের কাছে কোনো সন্তানই বোঝা নয়। ভিক্ষাবৃত্তি করেই তাদের কষ্টের জীবন চলে। রাজধানীর আগারগাঁও থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
নছিমনে পাটকাঠি বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে। ঘরের ছাউনি, বাড়ির চারপাশে বেড়া, পানের বরজ, এমনকি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় পাটকাঠি। ছবিটি কুষ্টিয়া হাইওয়ে থেকে ১৯ অক্টোবর তোলাছবি: নাজমুল হক
৫ / ৯
বঙ্গোপসাগরে জাল দিয়ে মাছ ধরছেন জেলেরা। কুতুবদিয়া দ্বীপ, কক্সবাজার। ছবিটি সম্প্রতি তোলাছবি: আবদুল্লাহ আল আমিন কাফি
স্নিগ্ধ মনোরম পরিবেশে পুকুরে শোভা ছড়াচ্ছে জাতীয় ফুল শাপলা। পাড়াগাঁও গ্রাম, ভালুকা, ময়মনসিংহ। ছবিটি সম্প্রতি তোলা।ছবি: সজীব মাহমুদ
৮ / ৯
দৃষ্টিনন্দন বাগানবিলাস ফুল। ছবিটি সম্প্রতি ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও থেকে তোলা।ছবি: সজীব মাহমুদ
৯ / ৯
উপচে পড়া পানি ইতিমধ্যে নেমে গেছে। কেউ মাছ ধরছেন জীবিকার তাগিদে, কেউবা শখের বশে। মৎস্যশিকারিদের ভিড়ও এখন তেমন আর নেই। শৌখিন মৎস্যশিকারিদের দু–চারটি মাছ ধরার জালের কাঠামো দাঁড়িয়ে রয়েছে। গাজীপুর সদরের কালাসিন্দুর ঘাট এলাকার চিলাই নদ এটি। ছবিটি ২০ অক্টোবর তোলাছবি: দীন মোহাম্মদ দীনু