পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৬
পাথরের বুক চিরে ওঠা সবুজ জীবন প্রকৃতির অবিরাম সংগ্রামের এক নির্ভীক নিদর্শন। ছবিটি সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় থেকে তোলাছবি: সূর্য দাস
২ / ৬
বিক্রেতার মুখে হাসি। নরসিংদী রেলস্টেশন, ২৪ জুলাই ২০২৫ছবি: নুসরাত রুষা
৩ / ৬
জীবিকার প্রয়োজনে। তারাইল, মাঝিগাতী, মুকসুদপুর, গোপালগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাছবি: স্বাধীন খন্দকার
৪ / ৬
সবুজ পাহাড়ের ভেতর বাঁশ আর ত্রিপলের ছায়া, জীবন থেমে নেই, চলছে কঠোর বাস্তবতার সঙ্গে লড়াই। ছবিটি সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় থেকে তোলাছবি: সূর্য দাস
৫ / ৬
আমাদের চারপাশে দেখতে পাওয়া অতি পরিচিত একটি পাখি চড়ুই। এরা সাধারণত দলবদ্ধভাবে খাবার সংগ্রহ করে এবং যেখানে খাবারের উৎস পাওয়া যায়, সেখানেই ভিড় করে। বিশ্বরোড এলাকা, কুমিল্লা। ছবিটি সম্প্রতি তোলাছবি: হাসান ইমাম
৬ / ৬
প্রকৃতির অবারিত সবুজে মোড়ানো পাহাড় আর কালো মেঘের আনাগোনা, দেখা যাচ্ছে বৃষ্টির আগমনী বার্তা। ছবিটি সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় থেকে তোলাছবি: সূর্য দাস