প্রকৃতির রূপ উপভোগ। ছবিটি সম্প্রতি কক্সবাজার সমুদ্রসৈকত থেকে তোলাছবি: আবুল কাসেম
২ / ৭
কবি, মনীষীদের বাণী ছড়িয়ে পড়ুক সাধারণ মানুষের তরে। ২ নম্বর গেট, আখতারুজ্জামান উড়ালসড়ক, নাসিরাবাদ এলাকা, চট্টগ্রামছবি: তারেক আল মুনতাছির
৩ / ৭
চারদিকে পানি, মধ্যখানে একটি মাত্র বাড়ি। বাড়িতে গাছপালাও তেমন নেই। ছবিটি টাঙ্গুয়ার হাওর থেকে সম্প্রতি তোলাছবি: মো. মাহাবুবুর রহমান
৪ / ৭
সিডনির অপেরা হাউস মানুষ নির্মিত একটি অত্যন্ত দৃষ্টিনন্দন স্থাপনা। প্রতিবছর হাজারো পর্যটক শুধু ইমারতটির সৌন্দর্য স্বচক্ষে দেখার জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে আসেন। দিনের অপেরা হাউস আর রাতের অপেরা হাউসের সৌন্দর্য পুরোপুরি আলাদা। রাতে অপেরা হাউস এক মায়াবী রূপ নেয়। পানিতে এর ছায়া পড়ে স্থাপনাটিকে আরও মোহনীয় করে তোলে। ছবিটি সিডনির আরেক দৃষ্টিনন্দন স্থাপনা হারবার ব্রিজ থেকে ২৫ আগস্ট রাতে তোলাছবি: মো. ইয়াকুব আলী
৫ / ৭
প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে গোধূলিলগ্নে লাউপাতা। গোপালগঞ্জ সদর। ছবিটি সম্প্রতি তোলাছবি: হৃদয় বিশ্বাস
৬ / ৭
কবি, মনীষীদের বাণী ছড়িয়ে পড়ুক সাধারণ মানুষের তরে। ২ নম্বর গেট, আখতারুজ্জামান উড়ালসড়ক, নাসিরাবাদ এলাকা, চট্টগ্রামছবি: তারেক আল মুনতাছির
৭ / ৭
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভাগের মিটআপ। ডিআইইউ, কাঁঠালতলা, আশুলিয়া, ২৪ আগস্ট (সন্ধ্যা)ছবি: মো. তাহমিদ শাহ্ তামিম