পাঠকের ছবি (২৩ মার্চ ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
পবিত্র রমজানের ছুটিতে ক্যাম্পাস বন্ধ, তাই নিস্তব্ধ খেলার মাঠ। এই সুযোগে কয়েক বন্ধু মিলে ঘুড়ি উড়িয়েছে। এখন বাড়ি ফেরার পালা। ছবিটি সম্প্রতি খুলনার বিএল কলেজ থেকে তোলা
ছবি: রিয়াদ হোসেন
২ / ৭
ওপরে ও নিচে দুই দিকেই রেলপথ। কেওয়াটখালী রেলক্রসিং ব্রিজ, ময়মনসিংহ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৩ / ৭
ভোরবেলা খালি পায়ে মাটিতে হাঁটা নাকি ভালো। তাই অনেক খোঁজাখুঁজি করে একটু মেঠো পথ খুঁজে পেলাম। এখন গ্রামেও আর মাটির পথ খুঁজে পাওয়া যায় না। সবই ইট-সুরকির সড়ক। এমনই মেঠো পথের দেখা মিলেছে মুন্সিগঞ্জের তিলার্দীচর এলাকায়
ছবি: অলিউর রহমান ফিরোজ
৪ / ৭
তালগাছ এক পায়ে দাঁড়িয়ে...উঁকি মারে আকাশে। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর নেত্রাবতী গ্রামের একটি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য
ছবি: হাজী মো. রাসেল ভূঁইয়া
৫ / ৭
পড়ন্ত বিকেলে নদীর ধারে বন্ধুদের আড্ডা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সংলগ্ন পুরোনো ব্রহ্মপুত্র নদ, ময়মনসিংহ এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৬ / ৭
যদি কখনো মন খারাপ হয়, যদি কখনো নিজেকে একা মনে হয়, তাহলে বেরিয়ে পড়ুন। আমি কথা দিচ্ছি, এই সবুজ প্রকৃতি আপনাকে কখনো হতাশ করবে না। রমনা উদ্যান, ঢাকা
ছবি: আবু সাঈদ
৭ / ৭
বিসিকের আয়োজনে দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী (২৩ থেকে ২৫ মার্চ) ‘বিসিক ঈদমেলা ২০২৫’। বিসিক প্রধান কার্যালয়, তেজগাঁও, ২৩ মার্চ
ছবি: বিজ্ঞপ্তি