রাজধানীতে খেজুরের রস সংগ্রহের গল্প
খলিল মিয়া শীতের মৌসুমে নিয়মিত খেজুরের রস সংগ্রহ করছেন। গ্রামবাংলায় এই চিত্র শীতকালে স্বাভাবিক হলেও ঢাকায় বিরলই বটে। ফরিদপুরের খলিল মিয়া ঢাকার মালিবাগ–মৌচাক ছাড়াও রামপুরা, কাকরাইল ও গুলবাগের ২২টি খেজুরগাছ থেকে নিয়মিত রস সংগ্রহ করছেন। শীতকালে তিনি খেজুরের রস সংগ্রহ করেন। অন্য সময় বিভিন্ন পেশায় নিয়োজিত থাকেন। প্রতি কেজি খেজুরের রস ২৫০ টাকায় বিক্রয় করেন খলিল মিয়া। খেজুরের রস সংগ্রহের ছবি রাজধানীর মৌচাক এলাকা থেকে ২৮ জানুয়ারি তোলা।
১ / ৬
২ / ৬
৩ / ৬
৪ / ৬
৫ / ৬
৬ / ৬