পাঠকের ছবি

১ / ৭
ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশাল সিটির বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেলে জনজীবনে দুর্ভোগের সৃষ্টি হয়। ছোট শিশুরা শহরের তলিয়ে যাওয়া পানিতে তাদের শৈশবকে রাঙিয়ে তুলছে। কবি কাজী নজরুল ইসলাম সড়ক, সদর, বরিশাল, ২৫ অক্টোবর
ছবি: কামরুল হাসান
২ / ৭
কৃষক কাক ডাকা ভোরে কাজ করতে মাঠে গেছেন। তাঁর দুই কন্যা সকালের খাবার নিয়ে বাবার কাছে যাচ্ছে। ছবিটি সম্প্রতি রংপুরের পীরগঞ্জের চণ্ডিপুর গ্রাম থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
৩ / ৭
সনাতন ধর্মে ভাইবোনের মধ্যে চিরন্তন সম্প্রীতির উৎসব হলো ভ্রাতৃদ্বিতীয়া। এই অনুষ্ঠান ভাইফোঁটা নামেও পরিচিত। ইসলামী বিশ্ববিদ্যালয়েও গতকাল বুধবার সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ভাইফোঁটার আয়োজন করে
ছবি: সুকান্ত দাস
৪ / ৭
গোলকধাম মন্দির। এটি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মন্দির এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি পুরাকীর্তি। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তুফান মাজহার খান
৫ / ৭
দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড ল্যাবরেটরিয়ানস অ্যাসোসিয়েশনের (ওলসা) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ‘ল্যাবরেটরিয়ানস স্পোর্টস টুর্নামেন্ট’ ২০২২ শুরু হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের নিজস্ব মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়
ছবি: বিজ্ঞপ্তি
৬ / ৭
১৯৪৮ সালের ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়। ছবির পেছনের সাদা ভবনটি বিরলা হাউস, যা এখন মাহাত্মা গান্ধী জাদুঘর। সামনের চার কোনা ছোট স্মৃতিস্তম্ভ। এখানেই গান্ধীজিকে গুলি করা হয়। বিরলা হাউস, ৩০ জানুয়ারি, সড়ক, নয়াদিল্লি, ভারত, ২০ অক্টোবর
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৭ / ৭
পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের ডান দিকে দীর্ঘদিন ধরে এভাবে হেলে রয়েছে একটি বৈদ্যুতিক খুঁটি। ওই এলাকার মানুষের জন্য বিপজ্জনক হয়ে পড়েছে পার্কের ফুটপাতটি। প্রায়ই পার্কের এই ফুটপাতে কিছু মানুষকে প্রকৃতির ডাকে সাড়া দিতে দেখা যায়। ছবিটি ১৯ অক্টোবর সন্ধ্যায় বাহাদুর শাহ পার্কের সামনে থেকে তোলা
ছবি: অমিত কিশোর রাউৎ