চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভৈরব নদের তীরে কার্পাসডাঙ্গা (পূর্বনাম নিশ্চিন্তপুর) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত বাড়ি। আটচালা বাড়ি (ছবিতে ডানে) নামেই সমধিক পরিচিত। এ বাড়ির মালিক মহিম সরকারের সঙ্গে কবি নজরুলের খুবই সখ্য ছিল। তাঁর বাড়িতে কবির আসা-যাওয়া ছিল আপনজনের মতো। তাঁর দুই মেয়ে আভা রানী সরকার ও শিউলী রানী সরকার নজরুলগীতি চর্চা করতেন। তাঁদের গানের তালিম দিতেন কবি কাজী নজরুল ইসলাম নিজে। এ বাড়িতে কবি প্রথম এসেছিলেন ১৯২৬ সালের মে মাসে। পরে আরও কয়েকবার এসেছিলেন। মদনা, দর্শনা, চুয়াডাঙ্গা। ছবিটি সম্প্রতি তোলাছবি: আবু আফজাল সালেহ