অতিরিক্ত গরমে অতিষ্ঠ সবাই। বাসার ভেতরে থেকেও শান্তি নেই, বৈদ্যুতিক পাখার বাতাসও গরম। ছুটির দিনে বাসায় থাকার কারণে এলাকার ছায়াঘেরা গাছের নিচে জড়ো হয়েছে। প্রাকৃতিক বাতাসে শরীরকে স্বস্তি দিতে। ছবিটি ১৭ মে দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রামনগর শব্দকর পাড়া থেকে তোলাছবি: জীবন পাল