পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৬
ছেলেটির নাম মো. ফয়সাল। প্রতিদিন সকালে কক্সবাজারের ফিশারিজ ঘাটে চলে আসে। মাছ ক্রয়–বিক্রয়ের সময় ওজন পরিমাপে সহায়তা করে। এত কিছু টাকা পায়। সেটা দিয়েই চলে সংসার। ছবি সম্প্রতি তোলা
ছবি: মো. নাজমুল হাসান সেখ
২ / ৬
অতিরিক্ত গরমে অতিষ্ঠ সবাই। বাসার ভেতরে থেকেও শান্তি নেই, বৈদ্যুতিক পাখার বাতাসও গরম। ছুটির দিনে বাসায় থাকার কারণে এলাকার ছায়াঘেরা গাছের নিচে জড়ো হয়েছে। প্রাকৃতিক বাতাসে শরীরকে স্বস্তি দিতে। ছবিটি ১৭ মে দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রামনগর শব্দকর পাড়া থেকে তোলা
ছবি: জীবন পাল
৩ / ৬
সাত কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের তল্লাশি চলছে। সরকারি তিতুমীর কলেজ, ১৭ মে
ছবি: শফিক খান
৪ / ৬
প্রখর রোদের মধ্যে বড়শি দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন তিনি। বাসন্ডা নদী, ঝালকাঠি। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: কামরুল হাসান
৫ / ৬
ছোট আমগাছটিতে অসংখ্য আম। ছবিটি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে সম্প্রতি তোলা
ছবি: শাহাবুদ্দিন শুভ
৬ / ৬
বুকে হাজারো স্বপ্ন নিয়ে সাত কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসেছেন পরীক্ষার্থীরা...। সরকারি তিতুমীর কলেজ, ১৭ মে
ছবি: শফিক খান