পাঠকের ছবি

১ / ৭
পাটখড়িবোঝাই লঞ্চ। প্রতিবছর ব্যবসায়ীরা ফরিদপুর, গোপালগঞ্জ এলাকা থেকে এই পাটখড়ি নিয়ে বিভিন্ন কাগজ, হার্ডবোর্ড তৈরির ফ্যাক্টরিতে কাঁচামাল হিসেবে জোগান দেন। মধুমতী নদী, সুকতাইল, গোপালগঞ্জ সদর, ছবিটি সম্প্রতি তোলা
ছবি: শেখ আব্দুল্লাহ
২ / ৭
ইট–পাথরের এ শহরে শ্বাস নেওয়া যেন হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় জমা হচ্ছে ময়লা–আবর্জনা আর মানুষকে হেঁটে যেতে হচ্ছে এরই মধ্য দিয়ে। যা ময়লা বলে ফেলে দিচ্ছি, আবার বাইরে বের হয়ে তা–ই গ্রহণ করছি। নিরুপায় আমরা। তাই মনে হয়, ‘বাতা০সে সুবাস নেই কেন?’ রিংরোড, শ্যামলী, ঢাকা, ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তানিয়া আক্তার
৩ / ৭
সবুজ প্রকৃতিতে মেঘের খেলা। পরাগলপুর গ্রাম, মীরসরাই উপজেলা, চট্টগ্রাম, ১৯ নভেম্বর
ছবি: আলী আমীন সম্রাট
৪ / ৭
রিকশায় রাস্তা দখল। গ্রিন সুপার মার্কেট, গ্রিন রোড, ঢাকা, ছবিটি সম্প্রতি তোলা
ছবি: প্রবীর পাল
৫ / ৭
চট্টগ্রামের পতেঙ্গা উপকূলীয় অঞ্চল হলেও প্রচুর শিল্পকারখানা ও স্থাপনা পতেঙ্গাকে অনন্য করে তুলেছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল এখন পতেঙ্গাকে আলাদা মাত্রা দিয়েছে। ২০ নভেম্বর
ছবি: সোহেল আরমান সুমন
৬ / ৭
আকাশছোঁয়া সিডনি টাওয়ার, ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. ইয়াকুব আলী
৭ / ৭
সকালের কুয়াশাপর্ব শেষে সূর্যের আলোর সঙ্গে মিশে একাকার কর্ণফুলী নদীর পরিবেশ। মাঝনদী থেকে দূরে উঁকি দিচ্ছে শাহ আমানত সেতু। কর্ণফুলী নদী, চট্টগ্রাম, ২০ নভেম্বর
ছবি: তারানা তানজিনা মিতু