ইট–পাথরের এ শহরে শ্বাস নেওয়া যেন হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় জমা হচ্ছে ময়লা–আবর্জনা আর মানুষকে হেঁটে যেতে হচ্ছে এরই মধ্য দিয়ে। যা ময়লা বলে ফেলে দিচ্ছি, আবার বাইরে বের হয়ে তা–ই গ্রহণ করছি। নিরুপায় আমরা। তাই মনে হয়, ‘বাতা০সে সুবাস নেই কেন?’ রিংরোড, শ্যামলী, ঢাকা, ছবিটি সম্প্রতি তোলাছবি: তানিয়া আক্তার