পাঠকের ছবি (৬ জানুয়ারি ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
ফুটপাতেই ঘর, ফুটপাতেই রান্না, ফুটপাতেই সংসার....তবু জীবন চলমান। আব্দুল গণি রোড, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রুকাইয়া
২ / ৮
ঢাকার আমিনবাজারে রাস্তার পাশেই বর্জ্যের স্তূপ, যা ছড়িয়ে পড়েছে জলাশয়েও। প্রতিদিন পোড়ানো হয় এসব বর্জ্য। দূষণের কারণে স্থানীয় মানুষ ও রাস্তায় চলাচলকারী সবার স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। ৪ জানুয়ারি ২০২৬
ছবি: ফাইজার মো. শাওলীন
৩ / ৮
এখনই ভেজে দেওয়ার জন্য প্রস্তুত মসলামাখা হরেক রকম সামুদ্রিক মাছের পসরা নিয়ে বসেছে রাস্তার পাশের রেস্তোরাঁয়। জেটিঘাট, সেন্ট মার্টিন দ্বীপ, কক্সবাজার
ছবি: সবুজ
৪ / ৮
শীতের বিকেলে বন্ধু, আড্ডা, হালকা নাশতা আর ‘এক কাপ চা’। যেখানে চায়ের কাপে গল্প শুরু হয়, সেখানে সময় যেন থমকে দাঁড়ায়। প্রতিটি চুমুকে থাকে সুখের খোঁজ আর জীবনের রং। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৫ / ৮
পাহারাদার...। সুপ্রীম কোর্ট, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রওশন জাদীদ
৬ / ৮
বয়োবৃদ্ধ জীবনের আরেক নিঃসঙ্গতা, যা হিমশীতলতা আরও বাড়িয়ে তোলে। গোপালপুর, টাঙ্গাইল
ছবি: রবিউন নাহার তমা
৭ / ৮
তীব্র শীতে স্কুল শেষ করে ভাপা পিঠা কিনছে শিক্ষার্থীরা। ধানগড়া বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৫ জানুয়ারি ২০২৬
ছবি: রাজু আহমেদ রকি
৮ / ৮
আলোর পথে পথিক—কর্মব্যস্ত মানুষের গন্তব্যে যাওয়ার এক সুন্দর দৃশ্যচিত্র। চাঁদ বিল, মেহেরপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আশিকুল ইসলাম অনিক