পাঠকের ছবি

১ / ৭
ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। সূর্যের লাল আভা ছড়িয়ে পড়েছে মাঠে। ভোরের আলো ফোটার আগেই গবাদিপশুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে চড়াতে নিয়ে এসেছেন এলাকার কিষান-কিষানিরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলসংলগ্ন মাঠের দৃশ্য এটি
ছবি: হাবিবুর রনি
২ / ৭
রানীর ঘাটে ফুটে আছে ‘স্থলপদ্ম’। ছবিটি সম্প্রতি তোলা। উত্তরা গণভবন, নাটোর
ছবি: প্রবীর পাল
৩ / ৭
কিশোরের মাছ ধরা। ঈশ্বরগঞ্জ উপজেলা, ময়মনসিংহ, ২৯ অক্টোবর
ছবি: কামাল হোসেন
৪ / ৭
রাজধানীর বুকে শীত জানান দিচ্ছে তার আগমনী বার্তা। তবে কি এসে গেছে শীত? অপেক্ষার প্রহর গুনছি। কংক্রিটের সীমানায় দ্রুত ফিরে আসুক শীতের মৌসুম। সম্প্রতি ছবিটি তোলা হয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সামনে থেকে
ছবি: মো. আকিব হোসাইন
৫ / ৭
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার (BAUAAA) বার্ষিক সাধারণ সভা ৫ নভেম্বর সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৩-২৫ সনের জন্য নির্বাচিত কমিটিতে মো. আবদুল ওয়ারেস বাবুলকে সভাপতি, আসাদুজ্জামান সেলিমকে সাধারণ সম্পাদকসহ মোট ২১ জনকে বিভিন্ন পদে দায়িত্ব প্রদান করা হয়
ছবি: রতন কুণ্ডু, অস্ট্রেলিয়া
৬ / ৭
কড়ইগাছ ফুল দিয়ে ছেয়ে গেছে। গাছের পাতা পড়ে স্টেশনের চালও ভরে গেছে। প্ল্যাটফর্মে মানুষ গন্তব্যে যেতে প্রস্তুত, এখন শুধু ট্রেন আসার অপেক্ষা। চাটমোহর রেলওয়ে স্টেশন, চাটমোহর, পাবনা, ৬ নভেম্বর
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৭ / ৭
একসময় গ্রামবাংলার হাটবাজারে খোলা সব মসলা বিক্রি হতো। সময়ের সঙ্গে সঙ্গে প্যাকেটজাত মসলা এসে সেই জায়গা দখল করে নিয়েছে। তবুও প্যাকেটজাত মসলার ভিড়ে এখনো খোলা মসলা টিকে আছে। ছবিটি সম্প্রতি কুষ্টিয়ার বিআইডিসি বাজার থেকে তোলা
ছবি: মো. ইয়াকুব আলী