পাঠকের ছবি (২ এপ্রিল ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
মাঠের রসুন তোলা প্রায় শেষ। এখন বাঙ্গিগাছ দৃশ্যমান। দিনকয়েক পরে বাঙ্গি বিক্রি শুরু হবে। উত্তর নারীবাড়ি, গুরুদাসপুর, নাটোর, ৩১ মার্চ
ছবি: ফাত্তাহ তানভীর রানা
২ / ৮
যেন লাল বিছানার চাদর! লাল শুকনা মরিচ রোদে শুকানো হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা। দীঘিরপাড় বাজার, টঙ্গিবাড়ী, মুন্সিগঞ্জ
ছবি: মো. রায়হানুল হক
৩ / ৮
ঈদের চাঁদ। একটি শহুরে চাঁদ ও চৈতালী রাতের গল্প। হাতিরঝিল, ঢাকা। ছবিটি সম্প্রতি নতুন তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৪ / ৮
ঈদের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবারও চট্টগ্রামের চিড়িয়াখানায় ছিল মানুষের উপচে পড়া ভিড়। ঈদের দীর্ঘ ছুটিকে উপভোগ্য করে তুলতে হাজারো মানুষ সেখানে ভিড় করছেন। কেউ এসেছেন পরিবারের সঙ্গে। কেউবা বন্ধুবান্ধবের সঙ্গে। চট্টগ্রাম চিড়িয়াখানা, ১ এপ্রিল, চট্টগ্রাম
ছবি: সূর্য দাস
৫ / ৮
নদীমাতৃক বাংলাদেশ। গ্রামীণ জীবন–জীবিকা নদীর ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। ছবিটি সম্প্রতি তোলা। পদ্মার পাড়, দীঘিরপাড় বাজার, টঙ্গিবাড়ী, মুন্সিগঞ্জ
ছবি: মো. রায়হানুল হক
৬ / ৮
ঈদ শেষ। ছুটি চলমান। তাই তো ঈদের ছুটিতে পরিবার নিয়ে যান্ত্রিক শহরে মাঝে ফাঁকা স্থানে একটু নিশ্বাস নিতে আসা। আফতাবনগর, ঢাকা। ছবিটি ১ এপ্রিল তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৭ / ৮
ঈদের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবারও চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। তিল ধারণের ঠাঁই নেই। ঈদের দীর্ঘ ছুটিকে উপভোগ্য করে তুলতে হাজারো মানুষ সেখানে ভিড় করছেন। কেউ এসেছেন পরিবারের সঙ্গে। কেউবা বন্ধুবান্ধবের সঙ্গে। পতেঙ্গা সমুদ্রসৈকত, চট্টগ্রাম, ১ এপ্রিল
ছবি: সূর্য দাস
৮ / ৮
গরুর গোবর শুকিয়ে ঘুটে করা হচ্ছে বিক্রির জন্য। জ্বালানি বা সার—যেমনটা প্রয়োজন, ব্যবহার করতে পারেন। প্রতি বস্তার দাম ২০০ টাকা। দাশেরকান্দি, খিলগাঁও, ঢাকা, ১ এপ্রিল
ছবি: মো. আবদুল্লাহ চৌধুরী