প্রকৃতির কী অদ্ভুত খেয়াল! শুধু হৈমন্তিক কার্তিকের শেষ সময়েই এমন দৃশ্যময়তা তৈরি করে। সাতসকালে লাল রবিকে ভেদ করতে নেমেছে দুর্বার তির–ধনুক। এর আগেই সেই সুবহে সাদিকের কালে শিশিরস্নানে পবিত্র হয়ে নিয়েছে ঘাসের সবুজ। ভোরের এত সাজ, এমন মায়াময় আয়োজন আর কোথায় গেলে মেলে? লতিফপুর গ্রাম, কালিয়াকৈর উপজেলা, গাজীপুর, ১৪ নভেম্বর ২০২৪ছবি: ফারদিন ফেরদৌস