পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
সরকারি সিদ্ধান্তে দেশের অন্যতম পর্যটনস্থান সেন্ট মার্টিনে দ্বীপটির বাসিন্দা ছাড়া অন্য সবার জন্য ভ্রমণ বন্ধ। এমন অবস্থায় সুনসান সেন্ট মার্টিনে প্রকৃতি তার অপরূপ শোভা নিয়ে হাজির হয়েছে। পর্যটক না থাকায় রিসোর্টগুলোও পড়ে আছে খালি। ছবিটি সম্প্রতি তোল
ছবি: মো. জাহাঙ্গীর
২ / ৮
হেমন্তের শূন্যতা। কেরানীগঞ্জ, ঢাকা, ১১ নভেম্বর ২০২৪
ছবি: বীরেন মুখার্জী
৩ / ৮
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরনূরনগর এলাকার মানুষের উপজেলায় যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। প্রতিদিন ঝাঁটিবেলাই ঘাট থেকে নৌকায় পারাপার হয় স্থানীয় মানুষ। নদী পেরিয়ে নৌকায় যাতায়াতই এখানকার মানুষের নিত্যদিনের কাজের অংশ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. নাজমুল হাসান
৪ / ৮
বাঙালিরা ঐতিহ্যগতভাবেই ভোজনরসিক। নিজে খেতে ও অন্যকে খাওয়াতে পছন্দ করে। অতিথি আপ্যায়নে মাটির তৈরি হাঁড়ি বা সরার দই খুবই জনপ্রিয়। সাপ্তাহিক গ্রামীণ হাটে সুস্বাদু দই বিক্রি হচ্ছে। আহসানগঞ্জ হাট, আত্রাই উপজেলা, নওগাঁ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৫ / ৮
নৌকায় করে সূর্যকে নিয়ে যেতে চাই। কুয়াকাটা সমূদ্রসৈকত, পটুয়াখালী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তৌফিক ফেরদৌস সুজন
৬ / ৮
সরকারি সিদ্ধান্তে সেন্ট মার্টিনে এর বাসিন্দা ছাড়া অন্য সবার ভ্রমণ বন্ধ রয়েছে। এমন অবস্থায় সুনসান সেন্ট মার্টিন সৈকত। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. জাহাঙ্গীর
৭ / ৮
সাপ্তাহিক গ্রামীণ হাটে জিলাপি বিক্রি হচ্ছে। এটি খেতে পছন্দ করেন না, এমন লোক খুব কম আছে। যদি তা গরম হয়, তাহলে তো কথাই নেই। আহসানগঞ্জ হাট, আত্রাই উপজেলা, নওগাঁ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৮ / ৮
প্রকৃতির কী অদ্ভুত খেয়াল! শুধু হৈমন্তিক কার্তিকের শেষ সময়েই এমন দৃশ্যময়তা তৈরি করে। সাতসকালে লাল রবিকে ভেদ করতে নেমেছে দুর্বার তির–ধনুক। এর আগেই সেই সুবহে সাদিকের কালে শিশিরস্নানে পবিত্র হয়ে নিয়েছে ঘাসের সবুজ। ভোরের এত সাজ, এমন মায়াময় আয়োজন আর কোথায় গেলে মেলে? লতিফপুর গ্রাম, কালিয়াকৈর উপজেলা, গাজীপুর, ১৪ নভেম্বর ২০২৪
ছবি: ফারদিন ফেরদৌস