পাঠকের ছবি (১৫ অক্টোবর ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
গ্রামের পথে জীবনের রং মিশে থাকে প্রতিদিনের গল্পে। ফুলে, মাটিতে আর মানুষের সরল হাসিতে। চণ্ডীপুর এলাকা, কেরানীগঞ্জ, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: এনাম এলাহী মল্লিক
২ / ৯
সবুজে মোড়ানো নীরব বিলের কোলে নিঃসঙ্গ নৌকা, প্রকৃতি যেন নিজেই লিখেছে শান্তির কবিতা। জলের ওপর ভাসছে আকাশের নীল স্বপ্ন। মুন্সিগঞ্জ
ছবিটি সম্প্রতি তোলা। ছবি: মামুন বকসী
৩ / ৯
হাকালুকি হাওরে কুয়াশামাখা ভোর। ছবিটি ১২ অক্টোবরের
ছবি: মো. তোফায়েল আহাম্মদ, অধ‍্যক্ষ, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ, বড়লেখা, মৌলভীবাজার
৪ / ৯
পঞ্চবেকি গ্রামে পথের পাশে ধান শুকাতে দিয়েছেন কোনো এক গৃহস্থ। স্বরূপকাঠি, পিরোজপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি; সানজিদা সিদ্দিকা
৫ / ৯
ধরলার তীরে থেমে থাকা নৌকা যেন সময়ের সাক্ষী—নদীর বুকজুড়ে শান্ত প্রকৃতি, আর বাতাসে ভেসে বেড়ায় গ্রামবাংলার স্নিগ্ধতা। ধরলা নদী, কুড়িগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মামুন বকসী
৬ / ৯
প্রাণবন্ত আকাশ, মিঠামাইন, কিশোরগঞ্জ, ১২ অক্টোবর ২০২৫
ছবি: শাহ ফরহাদ আহমেদ
৭ / ৯
মন্দিরে পূজা চলছে। পুরোহিতের পূজার ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে ঢাকি তাঁর ঢাক আপন মনে বাজাচ্ছেন। এভাবে প্রতিদিন শত শত মানুষ এসে পরিবারের মঙ্গল কামনায় পূজা দেন ও ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করেন। ঢাকেশ্বরী মন্দির, ঢাকা, ১৪ অক্টোবর ২০২৫
ছবি: সুদীপ্ত কুমার হোড়
৮ / ৯
পথের ধারে ফুটে আছে বুনো ফুল। উদ্দমদী গ্রাম, মতলব দক্ষিণ, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: হাসান ইমাম
৯ / ৯
কয়েক দিন পর রোদের দেখা। সবাই শাড়ি-কাপড় শুকাতে ব্যস্ত। ভজনতুলি, গোদাগাড়ী, রাজশাহী, ১২ অক্টোবর ২০২৫।
ছবি: সুমন পাল