উত্তরের ধান ও আমের জেলা হিসেবে পরিচিত নওগাঁ। জেলার অন্যতম নদ আত্রাই। এ নদের পানি দিয়েই চলে দুই পারের মানুষের ফসল ফলানো, নিত্য কাজকর্ম। হাজারো মৎস্যজীবীর জীবিকা আসে নদীতে মাছ শিকার করে। কিন্তু নদী দখল, খনন না করা, অতিখরায় শুকিয়ে গেছে নদীটি। নদীতে থাকা অল্প পানিতে পড়ে আছে মাছ ধরার দেশীয় সরঞ্জাম। পাঁজরভাঙা এলাকা, মান্দা উপজেলা, নওগাঁ। ছবিটি সম্প্রতি তোলাছবি: ইমরান হোসেন মিলন