পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৬
উত্তরের ধান ও আমের জেলা হিসেবে পরিচিত নওগাঁ। জেলার অন্যতম নদ আত্রাই। এ নদের পানি দিয়েই চলে দুই পারের মানুষের ফসল ফলানো, নিত্য কাজকর্ম। হাজারো মৎস্যজীবীর জীবিকা আসে নদীতে মাছ শিকার করে। কিন্তু নদী দখল, খনন না করা, অতিখরায় শুকিয়ে গেছে নদীটি। নদীতে থাকা অল্প পানিতে পড়ে আছে মাছ ধরার দেশীয় সরঞ্জাম। পাঁজরভাঙা এলাকা, মান্দা উপজেলা, নওগাঁ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ইমরান হোসেন মিলন
২ / ৬
একজন দিনমজুর তাপপ্রবাহে বিশ্রামের একপর্যায়ে প্রথম আলো কিনে পড়ছেন। ছবিটি ২১ মে কক্সবাজার জজকোর্টের সামনে থেকে তোলা
ছবি: সায়েদ হাসান
৩ / ৬
নদী বা জলাশয়ে অতিপরিচিত পাখি সাদা বড় বক। ধবধবে সাদা আর বিশাল ডানা মেলে এরা উড়ে বেড়ায়। বাংলাদেশের প্রায় সব জায়গায়ই এদের দেখা যায়। কিন্তু পাখি শিকারের ফলে এর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ছবিটি সম্প্রতি রংপুর থেকে তোলা
ছবি: রাকিন জহির
৪ / ৬
204. দিন শেষে সবাই ঘরে ফেরে। কিন্তু আমি একা হেঁটে যাব কোনো এক গোধূলি সন্ধ্যার লগ্নে। এক আমি আর আমার পৃথিবী। ব্রহ্মপুত্র নদের পাড়, কালীর বাজার, ত্রিশাল, ময়মনসিংহ। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: তানজিম ফয়েজ
৫ / ৬
দেশের তিন মেগা স্ট্রাকচার এক ফ্রেমে। বাঁয়ে শতবর্ষী হার্ডিঞ্জ রেলসেতু, ডানে লালন শাহ সেতু ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লি। ছবিটি পদ্মার ভেড়ামারা কুষ্টিয়া পয়েন্ট থেকে সম্প্রতি তোলা।
ছবি: মো. রায়হানুল হক
৬ / ৬
সংযুক্ত আরব আমিরাতে পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে মামুনুর রশীদ সভাপতি ও মুহাম্মদ মোরশেদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার (১৮ মে ) বাংলাদেশ সমিতির শারজার নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ছবি: তোফায়েল আহমেদ