পাঠকের ছবি (২৭ মার্চ ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
রাজধানীর রমনায় মহুয়ার কুঁড়ি এসেছে। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আবদুল্লাহ চৌধুরী
২ / ৭
বাহারি নাম ও বাহারি আকৃতির নৌযান। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৩ / ৭
গ্রামের একটি করাতকলের সামনের দৃশ্য এটি। সেখানে অনেক কাঠ রাখা হয়েছে। এভাবেই করাতকলের দৌরাত্ম্যে আমাদের গ্রামের প্রাকৃতিক বন উজাড় হচ্ছে। তা যেন দেখার কেউ নেই। ছবিটি- মুন্সিগঞ্জের রামশিং এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. রাসেল ভূঁইয়া
৪ / ৭
ঈদের নতুন পোশাক পেয়ে খুশিতে মাতল অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশু। গতকাল বুধবার সকালে নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ পুলবাজারে এ পোশাক বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পিস ফর পিপল ফাউন্ডেশন’। ২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করছে পিস ফর পিপল ফাউন্ডেশন
ছবি: হাসান সিকদার
৫ / ৭
লক্ষ পাকুড়ের উজ্জ্বল হলুদ ফল হরিয়াল। কোকিল, বুলবুলি, বসন্তবাউরি আর কাঠবিড়ালিদের খুব প্রিয়। ছবিটি সম্প্রতি রাজধানীর গুলশান–১ থেকে তোলা। গাছগুলো হারিয়ে যাওয়ার দিন গুনছে
ছবি: মো. আবদুল্লাহ চৌধুরী
৬ / ৭
ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার (আইওয়াইসিএম) চট্টগ্রাম চ্যাপ্টারের আয়োজনে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের ইফতার করানো হয়েছে। মহান স্বাধীনতা দিবসে গতকাল বুধবার চট্টগ্রাম সীতাকুণ্ড সলিমপুর বাইপাস কালু শাহ বালিকা স্কুল–সংলগ্ন মা’আরিফুল কোরআন হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার এতিম শিশুদের ইফতার করানো হয়
ছবি: মোহাম্মদ ওবায়দুর রহমান
৭ / ৭
জীবন, জীবিকা ও নদীর মেলবন্ধন। চাঁদপুর লঞ্চঘাট। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: মো. আল-আমিন মাসুদ লক্ষ পাকুড়ের উজ্জ্বল হলুদ ফল হরিয়াল। কোকিল, বুলবুলি, বসন্তবাউরি আর কাঠবিড়ালিদের খুব প্রিয়। ছবিটি সম্প্রতি রাজধানীর গুলশান–১ থেকে তোলা। গাছগুলো হারিয়ে যাওয়ার দিন গুনছে
ছবি: মো. আবদুল্লাহ চৌধুরী