পাঠকের ছবি (১ অক্টোবর ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
‘মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে,/প্রস্তরযুগের সব ঘোড়া যেন—এখনো ঘাসের লোভে চরে’—জীবনানন্দ দাশের শহর বরিশালের বেলস পার্কে দেখা মিলল এ দৃশ্যের। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সানজিদা সিদ্দিকা
২ / ৭
শান্তির নীড়। তিতাস নদীর পাড়ে, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, ৩০ সেপ্টেম্বর ২০২৫
ছবি: কামাল হোসেন
৩ / ৭
অল্প বৃষ্টি হয়েছে। রাস্তায় পানি জমে তীব্র জ্যামের শিকার নগরবাসী। ভিআইপি রোড, কাকরাইল, ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৫
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৪ / ৭
দুরন্ত শৈশবের কথা মনে পড়ে যায়। যখন সব বেলা পার করে দিতাম নিজের সম্পদ নামক সামান্য কোনো খেলনা নিয়ে। তার মাঝে খুঁজে বেড়াতাম নানা রহস্য। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আল আমিন জুয়েল
৫ / ৭
ঘন কালো মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে সূর্যের তেজ! ছবিটি সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে তোলা
ছবি: মো. রায়হানুল হক
৬ / ৭
কচুরিপানা ও আবর্জনা আবদ্ধ হয়ে ঐতিহ্য হারাতে বসেছে কুমিল্লার কালা ডুমুর নদী। চান্দিনা, কুমিল্লা, ২৯ সেপ্টেম্বর ২০২৫
ছবি: ওসমান গনি
৭ / ৭
ঢাকার রাস্তার রিকশা, রং রূপে অনেক বৈচিত্র্যময়। মিরপুর ১০, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রুকাইয়া