হাইলাইটস: পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৭
আইফেল টাওয়ার, প্যারিস, ফ্রান্স, ১৫ আগস্টছবি: শাহাবুদ্দিন শুভ
২ / ৭
আকাশের মন ভালো নেই, পাখিদেরও মন ভালো নেই। নবাবের বাগ, ঢাকা, ১৫ আগস্টছবি: রবিউন নাহার তমা
৩ / ৭
গ্রামের বাড়ি। চারপাশে ঘর। এক উঠান। সবাই মিলে গল্প করছি। সন্ধ্যা নেমেছে। আকাশে চাঁদ উঠেছে। এর মধ্যে বিদ্যুৎ চলে যাওয়ায় গ্রাম যেন তার প্রকৃত রূপ ফিরে পেয়েছে। গাছগাছালির ফাঁক দিয়েই উঠানজুড়ে চাঁদ তার আলো ছড়িয়েছে। গত বৃহস্পতিবার ফরিদপুরের গোপালপুর ইউনিয়নের বারোখাদা মজুমদারবাড়ির বসন্তপুর এলাকা থেকে তোলা ছবিছবি: পর্ণা রানী দত্ত
৪ / ৭
শখের বসে বানিয়ে নিয়েছি লাকড়ির চুলা। ধোঁয়াবিহীন এই চুলায় লাকড়ির খরচ সাধারণ চুলার চেয়ে অর্ধেক। ধোঁয়া না থাকায় বাড়ির বাবুর্চি খুব খুশি। পার্বতীপুর, দিনাজপুর, ১৬ আগস্টছবি: মো. আইয়ুব আলী
৫ / ৭
ছবি কথা কয়! আয়েশি ভঙ্গিতে মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছেন একজন রিকশাচালক। তারুণ্যের নতুন বাংলাদেশে তাঁদের ন্যূনতম চাওয়া, তাঁরা যাতে পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে খেয়েপরে বাঁচতে পারেন। ছবিটি সম্প্রতি রাজধানীর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম–সংলগ্ন এলাকা থেকে তোলাছবি: মো. রায়হানুল হক
৬ / ৭
আইফেল টাওয়ার, প্যারিস, ফ্রান্স, ১৫ আগস্টছবি: শাহাবুদ্দিন শুভ
৭ / ৭
পথগুলো এখন কৃষ্ণচূড়ার দখলে! মেহেরপুর। ছবিটি সম্প্রতি তোলাছবি: মুনতাসির মাহমুদ