পাঠকের ছবি (২৬ মার্চ ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
গ্রামের মেঠো পথ এখনো প্রাকৃতিক পরিবেশের জন্য অনবদ্য। চারদিকে সুনসান নীরবতা। গাছেরা সবুজের শ্যামলিমায় ভরে উঠছে। ছবিটি মুন্সিগঞ্জের কাজী কসবা-সিপাহীপাড়া এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: অলিউর রহমান ফিরোজ
২ / ৭
প্রতিদিন কত ঝাপটা, কত ঝড়, তবু মায়াবী এ শহর! শহরের একপাশে দুঃখবিলাস, অন্যপাশে বাগানবিলাস। গুলশান লেক, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৩ / ৭
দাদমর্দন ফুল। গুলশান ১, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আবদুল্লাহ চৌধুরী
৪ / ৭
শানবাঁধানো পুকুরটিতে এখন পানি খুবই সামান্য। বর্ষা হলেই পুকুরটি টইটুম্বুর হয়ে উঠবে। সিঁড়িগুলো তখন জলের নিচে চলে যাবে। গ্রামের এই পুকুরের দেখা মিলল মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা এলাকায়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাজী মো. রাসেল ভূইয়া
৫ / ৭
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রামের চাদগাঁওয়ের হাজেরা তজু ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোহাম্মদ অহিদুল আলম
ছবি: বিজ্ঞপ্তি
৬ / ৭
মাকাল ফলের শ্বেতশুভ্র ফুল। ছবিটা রাজধানীর রমনা লেকের পাড় থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. আবদুল্লাহ চৌধুরী
৭ / ৭
মণিমালার মেলা যেন বসেছে রাজধানীর রমনায়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আবদুল্লাহ চৌধুরী