পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
সুন্দর, সরস প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের অন্যতম জনপ্রিয় জায়গা চট্টগ্রামের গুলিয়াখালী সমুদ্রসৈকত। গুলিয়াখালী সমুদ্রসৈকত, সীতাকুণ্ড, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. সাঈদ আহমেদ রিফাত
২ / ৮
‘বিকেলের শেষ আলো একটু থাকো গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো ও ও রাত যেন ছুটি নেয় তোমার আলোয় তাই বাসি ভালো সোনার আলো। ছবিটি সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনির মিন্টো সাবার্ব থেকে তোলা
ছবি: মো. ইয়াকুব আলী
৩ / ৮
গ্রামে এখন চলছে ভুট্টা মাড়াইয়ের মৌসুম। ভুট্টা মাড়াইয়ে ব্যস্ত একদল গৃহিণী। কাটিগ্রাম, সদর, মানিকগঞ্জ, ১৩ এপ্রিল
ছবি: শরীফ রানা
৪ / ৮
ঝড়ের পূর্বমুহূর্তে শহরের পরিবেশ। ভোলা সদর, ১৬ এপ্রিল
ছবি: মোহাম্মদ উল্লাহ
৫ / ৮
বুড়িগঙ্গা নদীর পাড়ে ভাসমান ফলের দোকান। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৬ / ৮
পর্যটকদের অন্যতম জনপ্রিয় জায়গা চট্টগ্রামের গুলিয়াখালী সমুদ্রসৈকত। গুলিয়াখালী সমুদ্রসৈকত, সীতাকুণ্ড, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. সাঈদ আহমেদ রিফাত
৭ / ৮
নীল আঁচল যখন বিছিয়ে দেয় মেঘ, তখন নাম হয় নীলাচল। মেঘের রং হয়ে গেছে নীল, আকাশও নীল। একটা রেস্তোরাঁ থেকে আমার চোখে পড়েছে নীল। বান্দরবান শহরকে নীল আঁচল দিয়ে বিছিয়ে নিয়েছে প্রকৃতি। নীলাচল, বান্দরবান, ১৪ এপ্রিল
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৮ / ৮
নৌপথে যাত্রী পারাপার। রাজধানীর বুকে বয়ে যাওয়া নদীর মধ্যে তুরাগ অন্যতম। শুষ্ক মৌসুমে নদীর নাব্যতা যেমন হ্রাস পেয়েছে, তেমনি দূষণের মাত্রাও বৃদ্ধি পেয়েছে। দূষিত কালো পানি নদীর চারপাশের পরিবেশকে বিষাক্ত করে তুলেছে। কাউন্দিয়া ঘাট, তুরাগ নদ, সাভার, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক