পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ১০
সবুজ পাতার সমারোহে তারার মতো চোখ মেলে আছে একটিমাত্র ভৃঙ্গরাজ। হলুদ আলোয় দূর থেকেই জানান দিচ্ছে যেন তার উপস্থিতি। জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ পার্ক, গুলশান, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
২ / ১০
মেঘের ভেলা। ছবিটি অস্ট্রেলিয়ার সিডনির মিন্টো সাবার্ব থেকে ৫ অক্টোবর বিকেলে তোলা
ছবি: মো. ইয়াকুব আলী
৩ / ১০
এগুলোকে বলে টিকটিকি টেম্পো। একজনকে টুকটুকি টেম্পোও বলতে শুনলাম। চট্টগ্রাম শহরে এগুলোর দেখা মেলে। ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টার দূরত্বের রাস্তা ২০ টাকা দিয়ে যাতায়াত করা যায় এই যানবাহনে চড়ে। এসব টিকটিকির গন্তব্য আমতল-আন্দরকিল্লা-চকবাজার-বহদ্দারহাট-রাস্তার মাথা। ভাড়া যথাক্রমে ৫, ৮, ১০ থেকে ২০ টাকা। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম শহরের নিউমার্কেট এলাকার আমতল থেকে ছবিটি তোলা
ছবি: জীবন পাল
৪ / ১০
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্টেট ইউনিভার্সিটির খাদ্য প্রকৌশল ও পুষ্টিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা শিক্ষকদের সম্মান জানিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও কেক কেটে উদ্‌যাপন করেন। ছবিটি স্টেট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস থেকে আজ রোববার তোলা
ছবি: বিল্লাল হোসেন
৫ / ১০
ছোটবেলায় নদীপথের যাত্রায় এই বাল্কহেডগুলো দেখতাম আর আতঙ্কে থাকতাম। নৌকা ডুবে যাচ্ছে বলে সবাইকে বললেও কেউ বিশ্বাস করতেন না। এখন বড়বেলায় সেই ভাবনা পাল্টেছে, পাল্টেছে জানার পরিধিও। তবে নদীপথের যাত্রায় বাল্কহেড দেখে সেই রোমাঞ্চ এখনো মুগ্ধ করে। বেঁচে থাকুক প্রিয় মাতৃভূমির নদীগুলো। টিকে থাকুক নদীকেন্দ্রিক এ সবকিছু। ছবিটি বুড়িগঙ্গা থেকে তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৬ / ১০
একসময় এটাও ছিল শহরে প্রবেশের একটি রাস্তা। সব ধরনের যানবাহন চলাচল করত এই রাস্তা দিয়ে। যার ফলে এর আশপাশ জমজমাট ছিল। এখন বিকল্প রাস্তা হয়েছে। জমজমাট হয়েছে সেই রাস্তার চারপাশ। আর পুরোনো রাস্তাটির প্রবেশমুখ পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। যে রাস্তা একসময় মানুষের চলাচলে মুখর থাকত, সেই রাস্তায় এখন সুনসান নীরবতা। এর আশপাশে ভিড়তেও এখন আর পথচারীদের ইচ্ছা নেই। সম্প্রতি মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট সড়কের রিকশাস্ট্যান্ড রেলওয়ে স্টেশন–সংলগ্ন এলাকা থেকে তোলা
ছবি: জীবন পাল
৭ / ১০
ট্রেনে ভ্রমণ মানেই স্বস্তির জার্নি। কম খরচে দূরবর্তী ভ্রমণে ট্রেন সব সময় জনপ্রিয় যোগাযোগমাধ্যম। ঘুমন্ত শিশুটি তার মায়ের সঙ্গে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করছে। মাওয়া রেলস্টেশন, লৌহজং, মুন্সিগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৮ / ১০
প্রায় বিলুপ্তের পথে মাটিতে বসে চুল ও দাড়ি কামানো। ছবিটি সম্প্রতি তোলা ঠাকুরগাঁও থেকে
ছবি: পারভেজ হাসান
৯ / ১০
পিরোজপুরের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষক ৯ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা তিনটায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পিরোজপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন
ছবি: সাদী মো. হিমেল
১০ / ১০
পানি সেচ দেওয়া হচ্ছে। চকতৈল, দেলদুয়ার, টাঙ্গাইল। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: দেওয়ান‌