এগুলোকে বলে টিকটিকি টেম্পো। একজনকে টুকটুকি টেম্পোও বলতে শুনলাম। চট্টগ্রাম শহরে এগুলোর দেখা মেলে। ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টার দূরত্বের রাস্তা ২০ টাকা দিয়ে যাতায়াত করা যায় এই যানবাহনে চড়ে। এসব টিকটিকির গন্তব্য আমতল-আন্দরকিল্লা-চকবাজার-বহদ্দারহাট-রাস্তার মাথা। ভাড়া যথাক্রমে ৫, ৮, ১০ থেকে ২০ টাকা। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম শহরের নিউমার্কেট এলাকার আমতল থেকে ছবিটি তোলাছবি: জীবন পাল