‘সামাজিক কাজ’ পাঠের অংশ হিসেবে সম্প্রতি ডেঙ্গু সচেতনতা তৈরিতে নিজ গ্রামের মানুষের মধ্যে কাজ করছে চট্টগ্রামের পটিয়া উপজেলার স্বপ্ননগর বিদ্যানিকেতনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা। পূর্ব জোয়ারা, চন্দনাইশ, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলাছবি: সুজা আল মামুন
২ / ৭
সীতাকুণ্ড, চট্টগ্রাম জাহাজভাঙাশিল্প। ভাটার সময় পানির নিচ থেকে ভেসে উঠতে দেখা যায় শিপ ব্রেকিং ইয়ার্ডসের একটি কার্গো জাহাজ। ছবিটি সম্প্রতি তোলাছবি: অর্ক রায় সেতু
৩ / ৭
খেত থেকে লাউশাকের ডাঁটা তুলে বাজারে নিয়ে যাওয়ার আগে পরিষ্কার করতে ব্যস্ত বাবা ও ছেলে। তৈয়বপুর বিল, জিরাবো, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: ফাত্তাহ তানভীর রানা
৪ / ৭
ইটপাথরে ঘেরা আজিমপুর সরকারি কোয়ার্টারের মধ্যখানে অবস্থিত এই লেকের পাড়ে পড়ন্ত বিকেলে যেন একটু প্রকৃতির ছোঁয়া খুঁজে পাওয়া যায়। ছবিটি ৯ সেপ্টেম্বর তোলাছবি: তরিকুল ইসলাম মাসুম
৫ / ৭
‘সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে।’ মিন্টো, সিডনি, অস্ট্রেলিয়া, ৯ সেপ্টেম্বরছবি: মো. ইয়াকুব আলী
৬ / ৭
প্রথম শ্রেণিতে পড়া এক ছোট্ট বালিকা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে স্কুটার্স রাইডিং করছে। ছবিটি গত শনিবার ক্যাম্পাসের গোলচত্বরে তোলাছবি: দেলোয়ার হোসেন