পাঠকের ছবি

১ / ৭
সম্প্রতি পর্যটকদের কাছে পরিচিত হয়ে উঠেছে জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকা মেলখুম। এই খুমে রয়েছে পরতে পরতে রোমাঞ্চ। দেড় থেকে দুই ঘণ্টা বালুপাথরের ঝিরিপথ ধরে হাঁটার পর দেখা মিলবে খুমের প্রবেশমুখ। প্রবেশ করার পর দুই পাশে দেখা মেলে ১০০ থেকে ১৫০ ফুট উঁচু পাহাড়। চট্টগ্রামের সীতাকুণ্ড-মিরসরাই রেঞ্জের সবচেয়ে পরিষ্কার–পরিচ্ছন্ন ঝিরি এটি। আলো–ছায়ার খেলায় স্বচ্ছ পানি কখনো গাঢ় নীল, কখনো সবুজ মনে হবে। পানিতে দাঁড়িয়ে থাকলে খুনসুটি খেলবে ছোট মাছ। সোনাপাহাড় এলাকা, জোরারগঞ্জ, ২৬ মার্চ।
ছবি: সূর্য দাস
২ / ৭
সূর্য জানান দিচ্ছে, একটু পরই ইফতার। ছবিটি গত শুক্রবার রমজানের প্রথম দিনে ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন–সংলগ্ন মেঘনা তীর থেকে তোলা।
ছবি: মোবাশ্বির হাসান শিপন
৩ / ৭
মায়ের কোল শিশুর জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। পাহাড়ি মায়ের কোলে নিরাপদে বসে থাকা হাস্যময় পাহাড়ি শিশু। বান্দরবান, বাংলাদেশ। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: মৌসুমী ভৌমিক
৪ / ৭
স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে মাথায় করে টিনের বোঝা নিয়ে যাচ্ছেন এক নারী। ছবিটি সম্প্রতি কুড়িগ্রামের উলিপুর থেকে তোলা।
ছবি: হারুন অর রশিদ
৫ / ৭
চাঁদের ছবিটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ এলাকা থেকে তোলা।
ছবি: সৌরভ সেন
৬ / ৭
205. তরমুজ খেতে পরিচর্যার ফাঁকে চাষি একটু জিরিয়ে নিচ্ছেন। ছবিটি গত শনিবার ভোলার বোরহানউদ্দিন উপজেলার শিকদার চর এলাকা থেকে তোলা।
ছবি: মোবাশ্বির হাসান শিপন
৭ / ৭
অস্তমিত সূর্যের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলছেন এক নারী। ছবিটি সম্প্রতি কুড়িগ্রাম থেকে তোলা।
ছবি: হারুন অর রশিদ