সম্প্রতি পর্যটকদের কাছে পরিচিত হয়ে উঠেছে জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকা মেলখুম। এই খুমে রয়েছে পরতে পরতে রোমাঞ্চ। দেড় থেকে দুই ঘণ্টা বালুপাথরের ঝিরিপথ ধরে হাঁটার পর দেখা মিলবে খুমের প্রবেশমুখ। প্রবেশ করার পর দুই পাশে দেখা মেলে ১০০ থেকে ১৫০ ফুট উঁচু পাহাড়। চট্টগ্রামের সীতাকুণ্ড-মিরসরাই রেঞ্জের সবচেয়ে পরিষ্কার–পরিচ্ছন্ন ঝিরি এটি। আলো–ছায়ার খেলায় স্বচ্ছ পানি কখনো গাঢ় নীল, কখনো সবুজ মনে হবে। পানিতে দাঁড়িয়ে থাকলে খুনসুটি খেলবে ছোট মাছ। সোনাপাহাড় এলাকা, জোরারগঞ্জ, ২৬ মার্চ।ছবি: সূর্য দাস