পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৬
‘আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি দেখা যায় তোমাদের বাড়ি’। ছবিটি সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনির মিন্টো সাবার্ব থেকে তোলাছবি: মো. ইয়াকুব আলী
২ / ৬
সস্তা পানীয় চা। সেই পানীয়ের তৃপ্তি দিতে সবচেয়ে সস্তায় শ্রম দেন তাঁরা। তাঁরা চা–শ্রমিক। চা–শিল্পের প্রকৃত শিল্পী। বাগানের গণ্ডিতেই সীমাবদ্ধ চা–শ্রমিকদের জীবন। মাধবপুর চা–বাগান, কমলগঞ্জ উপজেলা, মৌলভীবাজার। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
৩ / ৬
শরতের কাশফুলে মুগ্ধতা। এম কেরামত আলী হল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. সাইফুল ইসলাম
৪ / ৬
বর্ষায় মন পড়ে বাড়ির নষ্ট হওয়া ছাতার কথা। এই কয়েক দিনের বর্ষায় ছাতা মেতামতকারীর ব্যস্ততা বেড়ে গেছে। ছবিটি সম্প্রতি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নতুন হাট থেকে তোলাছবি: মো. আইয়ুব আলী
৫ / ৬
বাইরে বেশ বৃষ্টি হয়েছে। রাস্তার পানি ঢুকে পড়ছে গ্রাউন্ডফ্লোরে। বস্তা দিয়ে পানি ঠেকানোর চেষ্টা চলছে। মালিবাগ, ঢাকা, গত ২৬ সেপ্টেম্বরছবি: ফাত্তাহ তানভীর রানা
৬ / ৬
শরতের সাদা মেঘের ভেসে চলা। নরুইল বিল, বগুড়া সদর, বগুড়া। ছবিটি সম্প্রতি তোলাছবি: মাহমুদুল হাসান সুমন