পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৬
ডাকাতিয়া নদীতে বিভক্ত হয়েছে গ্রাম। শহরে আসা-যাওয়ার জন্য গ্রামবাসীর অন্যতম ভরসা নৌকা। আর নদীতে নৌকা পারাপারের দৃশ্য প্রকৃতিকে আরও সুন্দর করে তোলে। ছবিটি সম্প্রতি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ থেকে তোলা
ছবি: মো. নুরুল হুদা চৌধুরী
২ / ৬
খেতে পাকা বোরো ধান। হঠাৎ বৃষ্টিতে ধানখেতে পানি জমে গেছে। কৃষক হাঁটুপানিতে নেমে ধান কাটছেন। ধানের ভালো ফলন হওয়ায় কৃষক মহাখুশি। পাড়াগাঁও গ্রাম, ভালুকা উপজেলা, ময়মনসিংহ, ১৮ মে
ছবি: সফিউল্লাহ লিটন
৩ / ৬
সারা দিনের গুমোট আবহাওয়া শেষে বিকেলে দমকা হাওয়া। সবুজ দিগন্ত পেরিয়ে মাটির ঢিবির ওপর দাঁড়িয়ে সেই হাওয়াতেই যেন সুখ খুঁজে পেয়েছে হাঁসগুলো। নয়ানগর এলাকা, সাভার, ঢাকা, ১৯ মে
ছবি: তাহমিদ হাসান
৪ / ৬
অন্যান্য সময়ের মতো এবার বৃষ্টি কম হচ্ছে। তবে সামান্য বৃষ্টিতেই প্রায় হাঁটুপানি জমে থাকতে দেখা যায় পৌর শহরের এই বসতবাড়ির আঙিনায়। যার ফলে বাড়ির মানুষকে এই জলাবদ্ধ পানির মধ্যেই চলাচল করতে হয়। পৌর কর্তৃপক্ষের সুনজরই পারে এই অবস্থা থেকে পরিত্রাণ করতে। ডাকবাংলো এলাকা, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৮ মে
ছবি: জীবন পাল
৫ / ৬
অভিভাবক ও মা সমাবেশে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও শিক্ষার গুরুত্বসহ আলোকিত মানুষ গড়তে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা নিয়ে বক্তব্য দেন। গাজীরণনেছা নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়, ফতেপুর, মহেশপুর, ঝিনাইদহ, ২০ মে
ছবি: মো. শাহিন রেজা
৬ / ৬
‘স্মার্ট তারুণ্য বাঁচাবে অরণ্য’ স্লোগানকে সামনে রেখে বন্য প্রাণী ও বাস্তুতন্ত্র রক্ষায় সচেতনতা এবং বন্য প্রাণী সংরক্ষণ উৎসাহিত করতে দেশজুড়ে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হচ্ছে প্রথম ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড ২০২৪। অলিম্পিয়াডে নিবন্ধন করা যাবে ২৫ মে পর্যন্ত।
ছবি: বিজ্ঞপ্তি