মুলা, টমেটো, বেগুন, লাউ ফলানোর ইচ্ছা থাকলেও পারবেন না। কেননা, এখানে বানরের উপদ্রব বেশি। সে জন্য সময়োপযোগী লালশাক চাষকে বেছে নিয়েছেন তিনি। তিন দিনে দুই ঘণ্টা করে নিজস্ব ট্রাক্টর দিয়ে হালচাষ করেছেন। এখন চলছে মাদা তৈরির কাজ। প্রতিবছর এখানে সবজি চাষ করার কারণে মাটি নরম, যার ফলে তিন দিনে হালচাষ সম্ভব হয়েছে। ফুলছড়া চা–বাগান এলাকা, শ্রীমঙ্গল উপজেলা, মৌলভীবাজার, ১৫ সেপ্টেম্বরছবি: জীবন পাল