পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
নিজের পোষা ছাগলের আহারের সন্ধানে এক প্রাণিপ্রেমী কৃষক। সবুজ মাঠের আলে গজিয়েছ নতুন ঘাস। এই ঘাস গরু–ছাগলের প্রিয় খাবার। প্রিয় খাবারে প্রিয় পোষা ছাগলকে খুশি করার জন্য ঝাঁজালো রোদে বসে আলের ঘাস সংগ্রহ করছেন এক কৃষক। ছবিটি সম্প্রতি ময়মনসিংহের গফরগাঁওয়ের খারুয়া ভরাইল গ্রাম থেকে তোলা
ছবি: মফিজুল হক
২ / ৭
বাড়ির বারান্দার এক কোণে রেখে মুরগি পালনের জন্য আদর্শ মুরগির ঘর মাত্র এক হাজার টাকায় বিক্রি করা হচ্ছে নওগাঁ শহরের চকগৌরি হাটে। এই ঘরে অনায়াসে ১০টি মুরগি পালন করা যায়। মুরগির জন্য পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে ঘরটিতে। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আইয়ুব আলী
৩ / ৭
মুলা, টমেটো, বেগুন, লাউ ফলানোর ইচ্ছা থাকলেও পারবেন না। কেননা, এখানে বানরের উপদ্রব বেশি। সে জন্য সময়োপযোগী লালশাক চাষকে বেছে নিয়েছেন তিনি। তিন দিনে দুই ঘণ্টা করে নিজস্ব ট্রাক্টর দিয়ে হালচাষ করেছেন। এখন চলছে মাদা তৈরির কাজ। প্রতিবছর এখানে সবজি চাষ করার কারণে মাটি নরম, যার ফলে তিন দিনে হালচাষ সম্ভব হয়েছে। ফুলছড়া চা–বাগান এলাকা, শ্রীমঙ্গল উপজেলা, মৌলভীবাজার, ১৫ সেপ্টেম্বর
ছবি: জীবন পাল
৪ / ৭
শান্ত প্রকৃতি। যমুনা, সারিন্দাকান্দি, বগুড়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আনোয়ার হোসেন মাছুম
৫ / ৭
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর আদ্রা মাঠে রোপা আমন খেতে এক কৃষক সার ছিটাচ্ছেন। ছবিটি সম্প্রতি তোলা। সরিষাবাড়ী উপজেলা, জামালপুর।
ছবি: শফিকুল ইসলাম
৬ / ৭
বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত একটি শতবর্ষের পুরোনো ও ঐতিহ্যবাহী কৃত্রিম জলাশয়। ১৯০৮ উইলিয়াম কেরির পালিত সন্তান জিন্নাত বিবির উদ্যোগে জনগণের জলকষ্ট নিরসনে নগরীর সদর রোডের পূর্ব পাশে একটি পুকুর খনন করা হয়। পরবর্তী সময়ে এটি তাঁর নাম অনুসারে ‘বিবির পুকুর’ নামে পরিচিতি লাভ করে। এটি বরিশাল নগরীকে সৌন্দর্যমণ্ডিত করে। সদর রোড, বরিশাল, ১৬ সেপ্টেম্বর
ছবি: কামরুল হাসান
৭ / ৭
মেঘগুলো তুলোর মতো ওড়াউড়ি করছে, নীলগিরি, বান্দরবান, ১৩ সেপ্টেম্বর
ছবি: মো. ওমর সানি