পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
শিশুদের ঈদ আনন্দ। চক কালিকাপুর, সিংড়া, নাটোর, ১৭ জুন
ছবি: ফাত্তাহ তানভীর রানা
২ / ৭
তোমার হাতেই বাবা আমার বেঁচে থাকার অবলম্বন...। বাবা দিবসের (১৬ জুন বাবা দিবস) শুভেচ্ছা। স্থান: নেউরা গরু বাজার, কুমিল্লা, ১৬ জুন
ছবি: আব্দুল্লাহিল মারুফ
৩ / ৭
বর্ষার আগমনে তুরাগ নদে পানি বেড়েছে। সাভারের কাউন্দিয়া ইউনিয়নের লোকজনের নানা প্রয়োজনে মিরপুর বেড়িবাঁধ এলাকায় আসার প্রধান বাহন এই নৌকা। ছবিটি সম্প্রতি তুরাগ নদসংলগ্ন ছোট দিয়াবাড়ি ঘাট থেকে তোলা। তুরাগ নদসংলগ্ন ছোট দিয়াবাড়ি ঘাট, মিরপুর বেড়িবাঁধ, ঢাকা
ছবি: মো. রায়হানুল হক
৪ / ৭
একসময় বৃষ্টি নামলেই দলে দলে মাছ শিকারে বেরিয়ে পড়ার দৃশ্য চোখে পড়ত অহরহ, যে দৃশ্য এখন খুব একটা চোখে পড়ে না। শুধু দিনে নয়, রাতেও হাতে ব্যাটারিচালিত লাইট নিয়ে মানুষকে মাছ শিকারে বেরিয়ে পড়তে দেখা যেত। এখন আর আগের মতো এসব এলাকার ডোবা-নালায় খুব একটা মাছও দেখা যায় না। অথচ এসব জায়গায় বৃষ্টির দিনে কই, মাগুর, শিং, পুঁটিসহ কত রকমের মাছ মানুষের জালে ধরা দিত। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নীলকণ্ঠসংলগ্ন ফুলছড়া এলাকা থেকে মঙ্গলবার দুপুরে ছবিটি তোলা
ছবি: জীবন পাল
৫ / ৭
জলস্নাত মহিষের পাল। সম্প্রতি ছবিটি বরিশালের গোবিন্দগঞ্জ থেকে তোলা
ছবি: জিহাদ হোসেন রাহাত
৬ / ৭
‘বলধা গার্ডেন’ পুরান ঢাকার ওয়ারী এলাকায় অবস্থিত বোটানিক্যাল গার্ডেন। ৩ দশমিক ৩৮ একর জায়গার এ উদ্যানে দুর্লভ প্রজাতির উদ্ভিদ রয়েছে। ভাওয়াল জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী ১৯০৯ সালে বাগানটি প্রতিষ্ঠা করেন। ওয়ারী, পুরান ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৭ / ৭
অস্ট্রেলিয়ার সিডনিতে একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা চিকিৎসক অরূপ রতন চৌধুরীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। গত সোমবার (১৭ জুন) সিডনিতে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়
ছবি: সংগৃহীত