পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৮
মাঝি তাঁর একমাত্র জীবিকার উৎস নিয়ে যাত্রী পারাপারের জন্য অপেক্ষা করছে। ছবিটি সম্প্রতি বুড়িগঙ্গা নদীর পাড় থেকে তোলাছবি: এনাম এলাহী মল্লিক
২ / ৮
করবী ফুল। খুবই সুন্দর হয়ে পড়ে আছে গাছের তলায়ছবি: আইয়ুব আলী
৩ / ৮
বৈচিত্র্যময় কৃষির একটি নমুনা মাত্র। একদিকে বোরো ধান পাকতে শুরু করেছে। কিছুদিনের মধ্যেই কাটার উপযোগী হবে। আরেকদিকে বোরো ধানের কিছু জমি ইতোমধ্যে কাটা হয়ে গেছে। একই সঙ্গে চলছে আউশ ধানের বীজতলার কাজ এবং ভুট্টার পরিচর্যা। ধানের চারা রোপণের জন্য জমিও তৈরি করা হচ্ছে। ধান আবাদে কৃষকের এ প্রচেষ্টা আমাদের আশান্বিত করে। কুমিল্লার লাকসাম থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: হাসান ইমাম
৪ / ৮
বৃষ্টি আসার পূর্বমুহূর্তে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। নিরব থমথমে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করেছিল। ছবিটি ২৮ এপ্রিল বিকেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তোলাছবি: মিনহাজুর রহমান
৫ / ৮
এক সময় গ্রামের মাঠগুলোয় নিয়মিত খেলাধুলার চর্চা থাকত। এলাকার কিশোর ছেলেরা তাতে শামিল হতো। খেলার মাঠকে বিনোদন হিসেবে তাদের একমাত্র অবলম্বন ছিল। কিন্তু আজ মাঠ হারিয়ে তার স্থানটি এখন মোবাইল দখল করেছে। তাতেই বিপত্তি তৈরি হয়ে বিপথগামীর দিকে ধাবিত হচ্ছে। এখানে মিরকাদিম বনাম আব্দুল্লাহপুরের খেলা চলছে। ছবিটি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর আব্দুল্লাহপুর মাদ্রাসা মাঠ থেকে সম্প্রতি তোলাছবি: অলিউর রহমান ফিরোজ
৬ / ৮
কনকচূড়া ফুলসহ নানা ধরনের ফুলে ছেয়ে গেছে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ক্যাম্পাস। কনক্রিটের শহরে যেন এক টুকরা ফুলের স্বর্গরাজ্যছবি: হাসান মাহমুদ শুভ
৭ / ৮
কক্সবাজারের সৈকত দেশ-বিদেশের হাজারো পর্যটকের উপস্থিতিতে সব সময় মুখরিত থাকে। পর্যটকদের বিনোদনের জন্য এখানকার মানুষগুলো বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। সে পরিপ্রেক্ষিতে গাড়ির টিউব রঙিন করে নিয়ে যাচ্ছে জনৈক ব্যক্তি। এটি ঘণ্টা হিসেবে সাগরে সাঁতার কাটতে আসা পর্যটকদের ভাড়া দিয়ে তার জীবিকা নির্বাহ করে। সুগন্ধা সৈকত, কক্সবাজার, ২৯ এপ্রিলছবি: দীন মোহাম্মদ দীনু
৮ / ৮
পশুর নদী, খুলনা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. শাহিন রেজা।