পাঠকের ছবি (১৪ অক্টোবর ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
৪০ বছর ধরে এভাবেই নিজ হাতের তৈরি সন্দেশ বিভিন্ন হাটে বিক্রি করে আসছেন। বিক্রির অবসর সময়ে সলংগা হাট থেকে ছবিটি তোলা হয়েছে। সলংগা, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সুমন পাল
২ / ৯
নীল আকাশ আর সমুদ্রের জলরাশির বিশালতা যেন এক রহস্যময় তার মাঝখানে লাল নৌকাগুলো আছে সমুদ্রের নির্জনতায়। বাঁশবাড়িয়া ফেরিঘাট, চট্টগ্রাম, ১৩ অক্টোবর ২০২৫
ছবি: সাফিনাতুন জাহান সাবরিন
৩ / ৯
উঁচু ছাদে বসে থাকা বিড়ালটা শান্ত। এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন সে পুরো শহরটা দেখছে। লক্ষ্মীবাজার, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাফিজুন নাহার
৪ / ৯
মাধাইয়া-নবাবপুর সড়ক বেহাল। দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। চান্দিনা, কুমিল্লা, ১৪ অক্টোবর ২০২৫
ছবি: ওসমান গনি
৫ / ৯
শীতের আগমনী বার্তা। আদর্শ সদর উপজেলা কুমিল্লা, ১৪ অক্টোবর ২০২৫
ছবি: কামাল হোসেন
৬ / ৯
নিস্তব্ধ সবুজে ফুটে আছে  রক্তজবা—তার গাঢ় লাল রঙে যেন প্রকৃতি হাসছে নীরবে। সাফারি পার্ক, গাজীপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ মেহেদী হাসান
৭ / ৯
পাবনা জেলার বেড়া উপজেলার বেড়া বাজারের প্রাণকেন্দ্র এই স্থান। এখান দিয়েই প্রবাহিত ইছামতী নদী। প্রতিদিন ময়লা-আবর্জনা ফেলে স্থানটিকে ক্রমেই চলাচলের অনুপযুক্ত করে তোলা হচ্ছে। ওদিকে ইছামতী নদীটিও হচ্ছে দূষিত ও ভরাট। অথচ দেখার কেউ নেই! ছবিটি সম্প্রতি তোলা
ছবি: অলোক আচার্য
৮ / ৯
ছোট্ট শিশুরা শিক্ষার উদ্দেশ্যে স্কুলে যাচ্ছে। মেহার, চান্দিনা, কুমিল্লা, ১৪ অক্টোবর ২০২৫
ছবি: ওসমান গনি
৯ / ৯
ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে কাঠফাটা রোদে লোকটি ঘাম ঝরিয়ে জীবনের কাব্য রচনায় মগ্ন। এ কাব্য কি মাধুর্য ছড়াতে পারে? বেশির ভাগ সময়ই পারে না। চট্টগ্রাম থেকে ছবিটি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ