পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
কঠিন মানেই অসুন্দর নয়। তারও আছে শত রঙ...। সাদাপাথর, ভোলাগঞ্জ, সিলেট। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
২ / ৮
আমাদের যান্ত্রিক রাজধানীর বুকে একটু নিশ্বাস নেওয়ার বিশুদ্ধ বাতাস এখনো আছে, আরও আছে প্রকৃতির কাছাকাছি কোনো পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে মনোরম পরিবেশে সময় কাটানোর জায়গা। ছবিটি ঢাকা সেনানিবাস এলাকা থেকে ১ নভেম্বর তোলা
ছবি: মায়া আলমগীর
৩ / ৮
বাতাসে বিষাক্ত সিসার গন্ধ, নদীতে কচুরিপানার স্তূপ। দিনের আলোতেও কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে পরিবেশ। নতুন বাংলাদেশেও বুড়িগঙ্গা অসহায়। ধীরে ধীরে গলা চেপে হত্যা করা হচ্ছে। বুড়িগঙ্গাকে বাঁচানোর কেউ নেই? বুড়িগঙ্গাকে নিয়ে ভাবারও কেউ নেই? বুড়িগঙ্গাও একটি জীবন্তসত্তা। বাঁচানো হোক বুড়িগঙ্গাকে, বেঁচে থাকুক তার পরিবেশ। বুড়িগঙ্গা, সদরঘাট
ছবি: মো. আল-আমিন মাসুদ
৪ / ৮
বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। সাদা শাপলা সাধারণত বিলঝিল আর নিম্ন ও মধ্যম গভীরতার স্থির অথবা কম স্রোতের জলাশয়ে জন্মে। নটাকুড়ি বিল, সরিষাবাড়ী উপজেলা, জামালপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ভূঁইয়া শফি
৫ / ৮
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শ্রীশ্রী রাধাগোবিন্দ কেন্দ্রীয় মন্দিরে ওই অনুষ্ঠান হয়। সনাতনী শিক্ষার্থীদের এই উৎসবে ধুনুচি নাচ, দীপাবলি উপলক্ষে প্রদীপ প্রজ্বালন, মাতৃসংগীত পরিবেশন, ফানুস ওড়ানো, রঙমশাল প্রজ্বালন ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়
ছবি: জান্নাতীন নাঈম জীবন
৬ / ৮
কলমি ফুলের সৌন্দর্য দেখতে এখন আর খালবিলে যেতে হবে এমন কোনো কথা নেই। এই ইটকাঠে ঘেরা মহানগরীর ছাদবাগানেই দেখা মেলে কলমিলতা আর শাকপাতার। ছাদবাগান, ৫ নম্বর সেক্টর, উত্তরা মডেল টাউন, ঢাকা, ২ নভেম্বর
ছবি: মায়া আলমগীর
৭ / ৮
তিলের ফুল থেকে মধু আহরণে ব্যস্ত প্রজাপতি। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: কারিমুল হাসান
৮ / ৮
ফল বিক্রির ফাঁকে পত্রিকা পড়ছেন সাদিকুর রহমান। ছবিটি সম্প্রতি রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে তোলা
ছবি: বোরহান উদ্দিন