পাঠকের ছবি (১২ জুলাই ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৬
‘নদী, তুমি কোন্‌ কথা কও? এ নদী কে? ইহার জীবন হৃদয়ে চমক আনে।’—কবি জীবনানন্দ দাশ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদী থেকে ছবিটি তোলা হয়েছে
ছবি: মোহাম্মদ মহসীন
২ / ৬
একফোঁটা বৃষ্টির জল ও বর্ষাকথন। বালিথুবা বাজার, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৩ / ৬
প্রকৃতি যখন কথা বলে, মন তখন নিঃশব্দে হাসে। বেলগাছি, মোহনপুর, রাজশাহী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: খন্দকার শাকিল হোসাইন
৪ / ৬
ফুল বিক্রি করে নিজে না খেয়ে সন্তানকে খাবার কিনে খাওয়াচ্ছেন মা। মলচত্বর, ঢাকা বিশ্ববিদ‍্যালয়, ১০ জুলাই
ছবি: নুসরাত জাহান
৫ / ৬
শৈশবের দুরন্তপনা। দুই বন্ধু। একজন পুকুরে ইতিমধ্যে লাফ দিয়েছে। বন্ধুর দেখাদেখি অপরজন লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। উপজেলা পরিষদ চত্বর, বাগবাড়ি, লক্ষ্মীপুর সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম
৬ / ৬
আকাশ আধা পরিষ্কার আধা মেঘলা। সেগুনবাগিচা, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: এস এম এম মুসাব্বির উদ্দিন